ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, লুট

প্রকাশিত: ০৫:৫২, ৩১ মে ২০১৬

আড়াইহাজারে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, লুট

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ মে ॥ আড়াইহাজারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকেরর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় প্রার্থীর সমর্থকের দোকানপাট ও বাড়িরঘর লুটপাটের অভিযোগ করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বাজার এলাকায় বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকরা মিছিল বের করে। মিছিলটি বাজারে ঢুকেই পরাজিত মেম্বার প্রার্থী সালামের সমর্থক জাহাঙ্গীর হোসেনের টিভি ও ফ্রিজের দোকানে হামলা চালায় এবং মাল বিনষ্ট করে। এ সময় টিভি, ফ্রিজ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। পরে মিছিলটি জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালিয়ে সেখানেও লুটপাট চালায়। ওই সময় বাধা দিতে গেলে শরীফুন নেছা (৩৮), শিশু সিনথিয়া (৭) ও শরীফুল (৫২) কুপিয়ে ও টেটাবিদ্ধ করে আহত করে। এ ছাড়াও জসিমউদ্দিন (৫০) ও মোশারফ খানসহ (৪৫) ৫ জনকে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় শরীফুন নেছা, সিনথিয়া ও শরীফুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরাজিত মেম্বার প্রার্থী সালামের সমর্থক জাহাঙ্গীর হোসেন জানান, ৪নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার আঃ রশিদের সমর্থকরা এ হামলা চালায় ও লুটপাট করে। এদিকে, রবিবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও এলাকার বিজয়ী মেম্বারের সমর্থকরা বিজয় মিছিল বের করে। মিছিলটি পাঁচগাঁও বাজার সংলগ্ন পরাজিত মেম্বার প্রার্থী আওলাদ হোসেনের বাড়ির সামনে এসে অতর্কিতে তার বাড়িতে ঢুকে যায়। সেখানে আওলাদ হোসেন, তার স্ত্রীসহ ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরাজিত মেম্বার প্রার্থী আওলাদ হোসেনের জানায়, ৮নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার এমরানের সমর্থকরা হামলা চালায়। আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় মামলা দেয়নি।
×