ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অসীম বন্ধু ও তার দলের কত্থক নৃত্য পরিবেশনা

প্রকাশিত: ০৩:৫৪, ৩১ মে ২০১৬

অসীম বন্ধু ও তার দলের কত্থক নৃত্য পরিবেশনা

স্টাফ রিপোর্টার ॥ ভারতের নৃত্যগুরু অসীমবন্ধু ভট্টাচার্য ও তাঁর দল উপাসনা নৃত্য কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় কত্থন নৃত্যানুষ্ঠান হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রবিবার সন্ধ্যায়। সাধনা আয়োজিত মাসিক নৃত্যানুষ্ঠান ‘নূপুর বেজে যায়’ এর ৫০তম পর্ব উপলক্ষে শুরু হয়েছে দুই দিনের এ নৃত্যোৎসব। নৃত্যগুরু অসীমবন্ধু ভট্টাচার্য ও তার দলের পরিবেশনাই ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। অনুষ্ঠানে অসীমবন্ধু ভট্টাচার্য কথন ও নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরেন কত্থক নাচের ইতিহাস। তিনি বলেন, আগে নাচের শিল্পীরা পাঁচ শ ছয় শ চক্কর দিত। রাজারা গলা থেকে মালা খুলে ছুড়ে দিতেন। আমি আজ মাত্র একশটা চক্কর দেব। কিছু দিতে হবে না, শুধু করতালিতেই খুশি হয়ে যাব। তাঁর কথামত দর্শকও তাঁকে খুশি করে দিলেন। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি সচিব আকতারী মমতাজ। তার সঙ্গে ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নাসরিন আহমেদ, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুন্ডু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাধনার প্রধান লুবনা মারিয়াম। এ ছাড়া মিলনায়তনের বাইরে সাধনার প্রতিষ্ঠালগ্ন থেকে এ সময় পর্যন্ত নানা কার্যক্রমের আলোকচিত্র নিয়ে ছিল একটি প্রদর্শনী। কিউরেটর আমিরুল রাজিবের তত্ত্বাবধানে ‘আলো ছায়া ছন্দ’ শীর্ষক এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৩৭টি ছবি। প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী আনোয়ার হোসেন। সোমবার উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘নূপুর বেজে যায়’ অনুষ্ঠানের ৫১তম পর্ব। অনুষ্ঠানে পরিবেশিত হয় মার্কিন নৃত্যশিল্পী ক্যাথেলিন ওয়েইটস পরিচালিত সৃজনশীল নৃত্য, নবীন বাংলাদেশি নৃত্যশিল্পীদের সমসাময়িক নৃত্য ও কল্পতরু পরিবেশিত ভরতনাট্যম।
×