ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাটিতে জিংকের ঘাটতি থাকায় অপুষ্টি মহামারী আকার ধারণ করেছে

প্রকাশিত: ০৬:২১, ২৭ মে ২০১৬

মাটিতে জিংকের ঘাটতি থাকায় অপুষ্টি মহামারী আকার ধারণ করেছে

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৬ মে ॥ বিশ্বে পুষ্টি উপাদান ঘাটতির দিক দিয়ে জিংক সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশের প্রায় ৯৩ ভাগ এলাকার মাটিতে জিংকের ঘাটতি থাকায় এই অপুষ্টি মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে জিংক সারের ব্যবহার ত্বরান্বিত করার উদ্দেশ্যে ‘প্রমোশন অব জিংক ফার্টিলাইজার ইউজ ইন বাংলাদেশ ফর ফুড এ্যান্ড নিউট্রেশন সিকিউরিটি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বীরেশ কুমার গোস্বামীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ জালাল উদ্দীন। বাঘাইছড়িতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৬ মে ॥ দুর্গম বাঘাইছড়িতে তোফাজ্জল হোসেন (৩৬) নামে এক কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তোফাজ্জল খাগড়াছড়ি শহরের ‘জননী কম্পিউটার’ নামে একটি দোকানের মালিক। বৃহস্পতিবার ভোরে মারিশ্যা-দীঘিনালা সড়কের ১৩ মাইলের দুইটিলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, তোফাজ্জল হোসেন ভোরের দিকে মোটরসাইকেল নিয়ে বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে দুইটিলা এলাকায় দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন। এলাকার লোকজন তার মৃতদেহটি সড়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল পাঠায় বাঘাইছড়ি থানা পুলিশ। মৃতদেহের পাশ থেকে তাঁর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। নিহতের বড় ভাই মোঃ আবুল কালাম জানান, তোফাজ্জলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় আঘাত করে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছে। কী কারণে তার ভাইকে হত্যা করা হলো সে ব্যাপারে নিশ্চিত করতে পারেননি তিনি। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন শনাক্ত করা গেছে। দুই জনের সাক্ষ্যগ্রহণ কিবরিয়া হত্যা মামলা স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরও দুই জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ নিয়ে এ মামলায় ২০ জনের জবানবন্দী গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মকবুল আহসানের আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী হবিগঞ্জের খুরশেদ আলী ও সেলিম হোসেনের সাক্ষগ্রহণ করা হয়। সাক্ষগ্রহণের সময় গ্রেফতার ১৪ আসামির মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের বরখাস্ত মেয়র জিকে গৌছসহ ১৩ জনকে আদালতে হাজির করা হয়। অসুস্থতার কারণে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি। তাদের পক্ষে তাদের আইনজীবীরা হাজিরা দিয়েছেন। আগামী ১ ও ২ জুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত। রায়পুরে প্রতিবন্ধী শিশু নিখোঁজ সংবাদদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২৬ মে ॥ রায়পুর পৌরসভার ৫নং ওয়ার্ড আলি রাজা পাটওয়ারী বাড়িতে বেড়াতে এসে ২৩ মে থেকে নিখোঁজ রয়েছে শারীরিক প্রতিবন্ধী ওয়াহিদ (১৩)। সে চট্টগ্রামের পটিয়া উপজেলার কইগ্রাম শামছু সওদাগরের বাড়ির বাবুল মিয়ার ছেলে। ছেলেটির গায়ের রং শ্যামলা। তার সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তার পরিবার। যোগাযোগ : ০১৯১৩২২৮৪৫৬, ০১৭১৫৮৮১৪৫০, ০১৭৫৩৬৮০৬০৯। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে চারদিনের সফওে চসিক মেয়র স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চার দিনের সরকারী সফরে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদসহ প্রতিনিধি দলটি আগামী ২৭ মে থেকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অবস্থান করে বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবে। চসিক সূত্রে জানানো হয়, সফরকালে চট্টগ্রাম সিটি মেয়র রাস্তা ও অবকাঠামো নির্মাণে বিটুমিনের পরিবর্তে আরসিসি ব্যবহার বিষয়ে অভিজ্ঞতা অর্জন ও নীতি নির্ধারণ বিভিন্ন কর্মসূচীতে যোগদান করবেন। আগামী ৩১ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। মেয়রের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমদ মঞ্জু।
×