ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদালত প্রাঙ্গণের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রকাশিত: ০৪:৪১, ২৬ মে ২০১৬

আদালত প্রাঙ্গণের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৫ মে ॥ জেলা ও দায়রা জজ আদালতের সীমানা প্রাচীর ভেঙ্গে অবৈধভাবে মার্কেট নির্মাণ করা হয়। এ ঘটনায় জনকণ্ঠের অনলাইন সংস্করণে খবর প্রকাশ হয়। ফলে আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। বুধবার নির্মাণাধীন বিল্ডিংয়ের সাস্টার ও এ্যাংগেল খুলে ফেলা হচ্ছে। একটি প্রভাবশালীমহল কোটি টাকার সরকারী জমিতে ২৪ দোকান নির্মাণ করে ২৪ লাখ টাকায় লিজ দিয়ে ছিল বলে প্রচার রয়েছে। জানা যায়, বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী অবসর কালীন ছুটিতে যাচ্ছেন। ব্যক্তিগত কারণে জেলা ও দায়রা জজ কয়েকদিন আগে ১৫ দিনের ছুটিতে ছিলেন। তার এই ছুটির সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও টিআইবির সনাক কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ জেলা ও দায়রা জজ আদালতের সীমানা প্রাচীর ভেঙ্গে ২৪ টিনশেড দোকান নির্মাণ করে। ২৪ ঘরের জন্য ২৪ লাখ টাকা লিজ মানি গ্রহণ করে বলে জানা যায়। এনইউবিতে ওরিয়েন্টেশন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের গ্রীষ্মকালীন সেমিস্টার-২০১৬ ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। রবিবার এনইউবি স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। নর্দান ইউনিভার্র্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সাবেক চেয়ারম্যান, এফএমইয়ান ডায়িং লিমিটেড এবং শাবার ফেব্রিক্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সেলিম। বিশেষ অতিথি ছিলেনÑ নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ ডব্লিউ এম আবদুল হক, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লে. কর্নেল (অব) একতেদার আহমেদ সিদ্দিকী। -বিজ্ঞপ্তি ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে কর্মশালা উচ্চশিক্ষায় মান উন্নয়নের লক্ষ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এসুরেন্স সেল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার থিয়েটারে এক কর্মশালার আয়োজন করে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি’র) কোয়ালিটি এসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ, ইউজিসি’র কোয়ালিটি এসুরেন্স ইউনিটের বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম আবুল কাশেম এবং অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। -বিজ্ঞপ্তি
×