ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পাউরুটি, বার্গার, পিজায় ‘বিষাক্ত রাসায়নিক’

প্রকাশিত: ০৪:১৯, ২৬ মে ২০১৬

পাউরুটি, বার্গার, পিজায় ‘বিষাক্ত রাসায়নিক’

ভারতে দোকানগুলোতে সাজানো পাউরুটি, স্যান্ডউইচ, বার্গার ও পিজায় বিষাক্ত রাসায়নিক পদার্থের মিশেল থাকতে পারে, যা থেকে ভোক্তাদের থাইরয়েডের সমস্যা ছাড়াও ক্যান্সার হতে পারে। সম্প্রতি দেশটির অলাভজনক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর সায়েন্স এ্যান্ড ইনভায়রনমেন্ট’ (সিএসই) বেশ কয়েকটি পরীক্ষা চালানোর পর এ কথা জানিয়েছে। বিষয়টি জানার পর ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। পাঁচটি জনপ্রিয় বহুজাতিক ফাস্টফুড চেইন শপ কেএফসি, পিজা হাট, ডোমিনোস, সাবওয়ে, ম্যাকডোনাল্ডস এবং সøাইস অব ইতালির খাদ্যপণ্যেও উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে বলে সিএসই জানিয়েছে। প্রতিষ্ঠানটির উপ-পরিচালক চন্দ্র ভূষণ বলেন, প্রতিদিন শুধু দুটি পাউরুটির টুকরাই আমাদের থাইরয়েড ও ক্যান্সারের ঝুঁকির মুখে ঠেলে দেয়ার জন্য যথেষ্ট। সিএসই জানিয়েছে, তারা দিল্লীর বহুজাতিক ফুড চেইন শপগুলোর বিভিন্ন আউটলেট থেকে ৩৮টি নমুনা সংগ্রহ করে সেগুলোতে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেটের উপস্থিতি পরীক্ষা করে দেখেন। ৮৪ শতাংশেরও বেশি নমুনায় এসব বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হয়। সাদা পাউরুটিতেও উচ্চমাত্রার এবং বিভিন্ন শস্যদানা থেকে প্রস্তুত পাউরুটিতে নিম্নমাত্রার রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। পাউরুটি বেক করার সময় ময়দার সঙ্গে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেট ব্যবহার করা হয়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জানানোর পর চীন ও শ্রীলঙ্কাসহ ৪০টি দেশ এগুলোর ব্যবহার নিষিদ্ধ করে। কিন্তু ভারতে এ রাসায়নিকগুলোর ব্যবহার নিষিদ্ধ করা হয়নি। -এনডিটিভি
×