ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চায় না সরকার ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০৮:৩৩, ২৫ মে ২০১৬

রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চায় না সরকার ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ সরকার রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চায় না আর সেজন্যই সাংবাদিক শফিক রেহমান ও বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে নাটক তৈরি করছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, নাটক করতে করতে এ সরকার কখন যে খলনায়কের ভূমিকায় চলে আসবে তা নিজেরাও জানবে না। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করছে না, গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করছে। এ আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু কখনও ব্যর্থ হবে না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে নেয়া হলে আপনারও কারাগারে যাওয়ার পথ প্রশস্ত হবে। যে পরিস্থিতি তৈরি করেছেন তাতে শুধু বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই কারাগারে নেবেন, আপনারা যাবেন না এর গ্যারান্টি কি? বিএনপির দুর্যোগকালীন সময়ে পদের জন্য কাজ না করে দলের প্রতি কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুবদল নেতা আব্দুস সালাম আজাদ, আবদুল খালেক, রফিকুল ইসলাম, মোঃ ফারুক, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আ ক ম মোজাম্মেল হক প্রমুখ। ক্ষমতায় টিকে থাকতে সরকার একের পর এক নাটক তৈরি করছে বলে মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেফতার করে জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। কারণ মিথ্যা দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। বলেন, ‘নির্বাচন একটা হচ্ছে শোনা যাচ্ছে অথচ এমন আলামত দেখি না। ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে গয়েশ্বর বলেন, যে নির্বাচন হচ্ছে পরবর্তীতে একই পরিস্থিতি থাকলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না। প্রধানমন্ত্রীর উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ‘এত সুন্দর জেলখানা বানাইছেন, সেখানে থাকবেন না, এটা কী করে হয়? যেভাবে ল-ভ- করছেন, দুর্যোগ খুব কাছে। আলীবাবা চল্লিশ চোরা একসঙ্গে জেলখানায় যাবেন।’ প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জাসাস নেতা মনির খান, জাহাঙ্গীর শিকদার।
×