ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল পাসপোর্ট অফিসে ঘুষ দাবি ॥ চার পুলিশ ক্লোজড

প্রকাশিত: ০৬:২৬, ২৪ মে ২০১৬

বরিশাল পাসপোর্ট অফিসে ঘুষ দাবি ॥ চার পুলিশ ক্লোজড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নৌবাহিনীর এক কর্মকর্তার কাছে ঘুষ চাওয়ার অভিযোগে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দায়িত্বরত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। রবিবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আদেশের প্রেক্ষিতে ওই চার পুলিশ সদস্যর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সূত্রমতে, পাসপোর্ট অফিস থেকে তাদের ওইদিনই বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন, এসআই এবি উজ্জল, নায়েক হাবিবুর রহমান, কনস্টেবল ইমামুল হোসেন ও মোস্তফা। একই অভিযোগে পাসপোর্ট অফিসের এক অফিস সহায়কের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছে। বরিশাল পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, রবিবার ঢাকাস্থ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রজেক্টের সহকারী ব্যবস্থাপনা প্রকৌশলী নৌবাহিনীর লে. জাওয়াদ হাবিব চৌধুরী পাসপোর্ট অফিসে প্রবেশের সঙ্গে সঙ্গে সেখানকার দায়িত্বরত পুলিশের নায়েক হাবিবুর রহমান তাকে ডাক দেয়। এ সময় লে. জাওয়াদ কারণ জানতে চাইলে নায়েক হাবিবুর রহমান জানান, বাড়তি টাকা দিলে তিনি (হাবিবুর) ঝামেলা ছাড়াই পাসপোর্ট করিয়ে দিতে পারবেন। কারণ তার সঙ্গে পাসপোর্ট অফিসের অফিস সহায়ক মাইনুলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুতরাং টাকা দিলেই কয়েকদিনের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন। এ সময় তার সঙ্গে যোগ দেন সেখানকার দায়িত্বরত এসআই এবি উজ্জল, কনস্টেবল ইমামুল ও কনস্টেবল মোস্তফা। পরবর্তীতে বিষয়টি লে. জাওয়াদ লিখিতভাবে পাসপোর্ট অফিসের উপ-পরিচালককে অবহিত করেন। উপ-পরিচালক বিষয়টি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করলে ওই চার পুলিশ সদস্যকে বরিশাল পুলিশ লাইনে ক্লোজড করে নতুন সদস্যদের দায়িত্ব দেয়া হয়।
×