ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্রামে কোহলি, নেতৃত্বে ধোনি

প্রকাশিত: ০৬:২১, ২৪ মে ২০১৬

বিশ্রামে কোহলি, নেতৃত্বে ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন জিম্বাবুয়ে সফরে সীমিত ওভারের সিরিজে (৩ ওয়ানডে, ৩ টি২০) ভারতীয় দলের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। তবে এ সফর থেকে বিশ্রাম দেয়া হয়েছে টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের জন্যও দল ঘোষণা করা হয়েছে। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) চার সেঞ্চুরি হাঁকানো কোহলি ছাড়াও সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানেকে। সুযোগ পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে সর্বোচ্চ ১৯ উইকেট শিকারি যুজবেন্দ্র চাহাল। নতুন মুখ ফাইজ ফজল, মনদীপ সিং এবং জয়ন্ত জাদব। উইন্ডিজে টেস্ট সিরিজে দলে বিস্ময়করভাবে সুযোগ পেয়েছেন শারদুল ঠাকুর। ফিরেছেন স্টুয়ার্ট বিনি। ওয়ানডে দল ॥ ধোনি (অধিনায়ক), লোকেশ রাহুল, ফাইজ ফজল, মনিষ পান্ডে, করুন নায়ার, আম্বাতি রাইদু, ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ধাওয়াল কুলকার্নি, জাসপ্রিত বুমরাহ, বারিন্দার স্রান, মনদীপ সিং, কেদার যাদব, জয়দেব উনাদকড় ও যুজবেন্দ্র চাহাল। টেস্ট দল ॥ কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, ভূবেনশ্বর কুমার, উমেশ যাদব, শারদুল ঠাকুর ও স্টুয়ার্ট বিনি।
×