ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাক্তারদের কাছে প্রত্যাশা বেশি প্রাপ্তি কম ॥ নাছির

প্রকাশিত: ০৪:০১, ৭ মে ২০১৬

ডাক্তারদের কাছে প্রত্যাশা বেশি প্রাপ্তি কম ॥ নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চিকিৎসকদের কাছে প্রত্যাশা আকাশচুম্বী কিন্তু সে অনুযায়ী প্রাপ্তি কম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। শুক্রবার দুপুরে স্থানীয় হোটেলের মেজবান হলে আয়োজিত ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সম্মেলনের উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন। মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আমাদের মতো গরিব দেশে এ পার্থক্য অনেক বেশি। আপনারা মানব সেবার মহান ব্রত নিয়ে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা চাইলেই এ পার্থক্য দূর করা সম্ভব। মেয়র বলেন, অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা পায় না। আমরা জানি চিকিৎসা সেবায় আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আপনাদের ওপর বিভিন্ন ধরনের চাপ থাকে। তারপরও আপনারা চাইলে নাগরিকদের এ প্রত্যাশা অনেকাংশে পূরণ করা সম্ভব। কোন কোন জায়গায় সীমাবদ্ধতা রয়েছে তা বের করে করণীয় ঠিক করার জন্য তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
×