ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অভিমান করে যুবলীগ নেতার আত্মহত্যা

প্রকাশিত: ০৩:৫৯, ৭ মে ২০১৬

অভিমান করে যুবলীগ নেতার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ স্ত্রীর ওপর অভিমান করে রাজশাহী মহানগরীর রাজারহাতা এলাকায় যুবলীগ নেতা রবিউল ইসলাম আপেল (৩৮) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ রবিউল ইসলাম আপেলের লাশ উদ্ধার করে। রবিউল মহানগরীর ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। জানা যায়, কয়েকদিন আগে স্ত্রী আরিফা বেগম স্বামীর ওপর অভিমান করে বাবার বাড়ি নগরীর সবজিপাড়া এলাকায় চলে যান। এর পর থেকে রবিউল তার স্ত্রীকে আনার জন্য নানাভাবে চেষ্টা করছিলেন। শুক্রবার ভোরেও রবিউল স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। কিন্তু স্ত্রী ফিরে না আসায় বাড়ি গিয়ে রবিউল আত্মহত্যা করেন। খুলনায় পিটিয়ে হত্যা স্টাফ রিপোর্টার খুলনা থেকে জানান, মহানগরীর খালিশপুরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মহিববুল্লাহ (২৪)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খালিশপুর টিএ্যান্ডটি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুহিববুল্লাহ খালিশপুরের প্লাটিনাম কাঁচা কলোনি এলাকার তজিবর রহমানের ছেলে। এদিকে দৌলতরপুর থানা পুলিশ শুক্রবার সকালে মধ্যডাঙ্গা এলাকায় ডোবা থেকে রুবেল ইসলাম কালা (২৭) নামের মাদকদ্রব্য বিক্রেতার মৃতদেহ উদ্ধার করেছে। সে ওই এলাকার ভাড়াটিয়া নূরুল ইসলাম ধলুর ছেলে। পুলিশ জানিয়েছে, নিহত কালা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে কয়েকটি মামলাও রয়েছে। বগুড়ায় রিক্সা চালক খুন স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, বৃহস্পতিবার রাতে বগুড়া সদরের নুনগোলা এলাকায় মিঠু মিয়া (২৮) নামে ব্যাটারি চালিত রিক্সা চালক খুন হয়েছে। পুলিশ জানায়, রাত ১০টার দিকে নামুজা এলাকা থেকে ওই রিক্সাচালক দুইজন আরোহী নিয়ে শহরের দিকে আসছিল। বরিশালে কঙ্কাল উদ্ধার স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নিখোঁজের দেড় মাস পর শুক্রবার দুপুরে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামের।
×