ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাল জামায়াতের

প্রকাশিত: ০৫:৪৫, ৬ মে ২০১৬

কাল জামায়াতের

স্টাফ রিপোর্টার ॥ আদালতে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত-শিবির। বৃহস্পতিবার আপীল বিভাগের রায়ের পর পরই দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে হরতালের ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে শনিবার ‘শান্তিপূর্ণ‘ বিক্ষোভ কর্মসূচীও দিয়েছে জামায়াত। এদিকে হরতালের কারণে রবিবারের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। জামায়াত নেতা বিবৃৃতিতে দাবি করেন, সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার উদ্দেশেই এই সংগঠনের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে। তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। মতিউর রহমান নিজামীসহ শহীদ নেতৃবৃন্দের সহকর্মীরা হত্যার বদলে হত্যা নয়, ইসলামী আদর্শ বাস্তবায়ন করেই এই নির্মম হত্যাকা-ের বদলা নেবে। দলের আমির নিজামীর মুক্তির দাবিতে রবিবার সকাল ৬টা থেকে ৯ মে সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতালসহ কর্মসূচী ঘোষণা করে জামায়াত নেতা বলেন, শনিবার ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ করবে জামায়াত। এর আগে ট্রাইব্যুনাল ও আপীল বিভাগে জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ মামলার সব রায়ের পরও হরতাল করে জামায়াত। প্রথম দিকে এসব কর্মসূচীতে সারা দেশে ব্যাপক নাশকতা চালানো হয়। তবে সাম্প্রতিক হরতালের মধ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি, জনজীবনেও প্রভাব পড়েনি। মৃত্যুদ- বহালের রায়ের পর যুদ্ধাপরাধী নিজামীর শেষ আইনী সুযোগ ছিল এই রিভিউ আবেদন। কিন্তু আপীল বিভাগ তা খারিজ করে দেয়ায় তার সামনে আছে কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ। তিনি তা চাইলে বা রাষ্ট্রপতির ক্ষমা না পেলে সরকার দ- কার্যকর করবে। এইচএসসির পরীক্ষা স্থগিত ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দিয়ে ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের কারণে রবিবার দেশের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার স্ব স্ব শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
×