ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

তিন শ’ ৪৫ কোটি টাকার ক্রয় প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভা কমিটির

প্রকাশিত: ০৫:৩৪, ৫ মে ২০১৬

তিন শ’ ৪৫ কোটি টাকার ক্রয় প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভা কমিটির

অর্থনৈতিক রিপোর্টার ॥ তিন শ’ ৪৫ কোটি টাকার ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসবের মধ্যে ক্রমবর্ধমান বিদ্যুত চাহিদা মেটাতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য আটটি নতুন ৩৩/১১ কেভি সাব-স্টেশন নির্মাণ করা হবে। ঢাকা বিভাগে চারটি ও চট্টগ্রাম-সিলেট বিভাগে চারটি সাব-স্টেশন নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৬০ কোটি টাকা। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ৭ হাজার ৩৩৯টি তাঁবু কিনবে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাঁবুগুলো কিনবে। বুধবার সচিবালয়ে ছয়টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে সংশিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান জানান, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ কার্যক্রম-২ এর আওতায় ঢাকা বিভাগে (প্যাকেজ নং- ডিডিপি-২-এসএসএন-০১) এবং চট্টগ্রাম-সিলেট বিভাগে (সাব-প্যাকেজ নং- সিএসডিপি-২-এসএসএন-০১-০১) ৩৩/১১ কেভি সাব-স্টেশন নির্মাণের পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। দুটি প্রস্তাবে চারটি করে মোট আটটি ৩৩/১১ কেভি সাব-স্টেশন নির্মাণ করা হবে। দুটি কাজই পেয়েছে এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এরমধ্যে ঢাকা বিভাগে চারটি ৩৩/১১ কেভি সাব-স্টেশন নির্মাণে ব্যয় হবে ৩২ কোটি ১৮ লাখ টাকা এবং চট্টগ্রাম-সিলেট বিভাগে চারটি ৩৩/১১ কেভি সাব-স্টেশন নির্মাণে ব্যয় হবে ২৭ কোটি ৭৭ লাখ টাকা। তিনি বলেন, বৈঠকে পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ কার্যক্রম-২ এর আওতায় খুলনা বিভাগের জন্য প্যাকেজ নং-কেডিপি-২-জি-২৭-এর আওতায় ৩৯ হাজার ৯৮৯টি বৈদ্যুতিক খুঁটি (এসপিসি পোল) কেনার একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ১৯ হাজার ৯৯৫টি করে দুটি লটে এগুলো সরবরাহ করবে মেসার্স পলি কেবল ও ‘চরকা’। এতে ব্যয় হবে যথাক্রমে ৪২ কোটি ২০ লাখ টাকা। এছাড়া বৈঠকে ডিএপি ফার্টিলাইজার কোম্পানির জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এ্যাসিড (পিটুওফাইভ ৫২-৫৪%) আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এটি সরবরাহের কাজ পেয়েছে মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন। প্রতি মেট্রিক টন ৩৮৯ দশমিক ৫০ ডলার হিসেবে এ সার আমদানিতে ব্যয় হবে ৯৪ কোটি টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট বরাদ্দ থেকে ৭ হাজার ৩৩৯টি তাঁবু কিনবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এগুলো কিনতে ব্যয় হবে ৬০ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা। তিনটি লটে তাঁবুগুলো কেনা হবে। এর মধ্যে প্রতিটি তাঁবু ৭৭ হাজার ৮৮০ টাকা দরে ২ হাজার ৫৯১টি তাঁবু সরবরাহ করবে মিজান কন্সট্রাকশন লিমিটেড। এতে ব্যয় হবে ২০ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা। দ্বিতীয় লটে প্রতিটি তাঁবু ৭৫ হাজার ৫০০ টাকা দরে ২ হাজার ৬৭২টি তাঁবু সরবরাহ করবে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি। এতে ব্যয় হবে ২০ কোটি ১৭ লাখ ২০ টাকা। তৃতীয় লটে প্রতিটি তাঁবু ৭৫ হাজার ৪০০ টাকা দরে ২ হাজার ৬৭৬টি তাঁবু সরবরাহ করবে জেএসএম করপোরেশন। এতে ব্যয় হবে ২০ কোটি ১৭ লাখ ২০ টাকা। উল্লেখ্য, চলতি অর্থবছরে তাঁবু ক্রয়ে মন্ত্রণালয়ের বরাদ্দের পরিমাণ প্রায় ১০১ কোটি টাকা। অতিরিক্ত সচিব বলেন, ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে মোট চারটি প্রস্তাবে কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে। এগুলো হচ্ছে আগামী ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য সৌদি আরব থেকে রাষ্ট্রীয় পর্যায়ে ইউরিয়া সার আমদানির লক্ষ্যে নবম সংশোধনী চুক্তির ভূতাপেক্ষ অনুমোদন, পূর্বাচল নতুন শহরে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ সম্পাদনের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতির আওতায় প্রস্তাবিত ‘ইন্সটলেশন অব ওয়াটার সাপাই, স্যুয়ারেজ, ড্রেনেজ সিস্টেম এ্যান্ড সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম এ্যাট পূর্বাচল নিউ টাউন শীর্ষক প্রকল্প অনুমোদন, অন্তর্বর্তী সময়ে (৬ মাস) বঙ্গবন্ধু সেতুর টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে অপারেটর নিয়োগ এবং ঢাকার দোহার উপজেলার আওরঙ্গবাদ থেকে ব্রাহা বাজার ঘাট পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণমূলক কাজ (শূন্য থেকে সাড়ে ৩ কিলোমিটার) সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
×