ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিশিষ্ট সংবাদ পাঠক সিরাজুল মজিদ মামুনের ইন্তেকাল

প্রকাশিত: ০৬:০৩, ৪ মে ২০১৬

বিশিষ্ট সংবাদ পাঠক  সিরাজুল মজিদ মামুনের ইন্তেকাল

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সংবাদ পাঠক সিরাজুল মজিদ মামুন যুক্তরাষ্ট্রের অস্টিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা ৪১ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ও ছেলেরা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। খবর বাসসর। সিরাজুল মজিদ মামুনের ছোট ভাই অধ্যাপক শামসুল মজিদ জানান, শ্বাসক্রিয়া জটিলতার কারণে ভাইকে হাসপাতালে ভর্তি করান হয়। তিনি জানান, স্থানীয় মসজিদে নামাজে জানাজা শেষে অস্টিনে তাকে দাফন করা হবে। পেশায় প্রকৌশলী সিরাজুল মজিদ ৬০ এর দশকে ঘোষক হিসেবে রেডিও ও টেলিভিশনে ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৭ সালে তিনি প্রথম টেলিভিশনে সংবাদ পাঠ শুরু করেন।
×