ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভয়নগরে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

প্রকাশিত: ০৩:৫৬, ৪ মে ২০১৬

অভয়নগরে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগর পল্লীতে শিক্ষকের হাতে স্কুলছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে উপজেলার দিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল বুধবার পরীক্ষা শেষে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ ঘটনা তার বান্ধবীসহ পরিবারের সদস্যদের অবহিত করেন। মঙ্গলবার স্কুল চলাকালে আশুতোষ চাতুরতার সঙ্গে পুনরায় ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দিলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এ খবর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে তারা একতাবদ্ধ হয়ে স্কুল ঘেরাও করে শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে এবং শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য অভয়নগর থানায় নেয়া হয়। ওই স্কুলছাত্রী জানায়, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জানান, শিক্ষক ও ম্যানেজিং কমিটির মধ্যে বিরোধের শিকার আমি। আমি কোন ছাত্রীর শ্লীলতাহানি করিনি। ওই স্কুলের প্রধান শিক্ষক ইউনুস আলী মোবাইল ফোনে জানান, অভিযুক্ত শিক্ষক দোষ স্বীকার করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে ক্ষমা চান। অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দীন জানান, তদন্তপূর্বক শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কালোবাজারি গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন এলাকা থেকে ট্রেনের এক টিকেট কালোবাজারিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৯টি টিকেট ও নগদ ৪২ হাজার টাকা। সোমবার রাতে পুলিশ বুরহান উদ্দিন নামের এ টিকেট কালোবাজারিকে গ্রেফতার করে। রেলওয়ে পুলিশ জানায়, গ্রেফতার বুরহান উদ্দিনের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়। সে টিকেট কালোবাজারি চক্রের প্রধান হোতা। তার বিরুদ্ধে এ অভিযোগে আগেও মামলা ছিল। রেলের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে সে দীর্ঘদিন ধরে রেলের টিকেটের ব্যবসা চালিয়ে আসছিল। থাকত নগরীর নিউমার্কেট এলাকায়। কোতোয়ালি থানার সাবেক এক ওসির ভাগ্নে পরিচয়ে সে ট্রেনের টিকেটের ব্যবসা চালাত। আগে থেকেই মামলা থাকলেও সে বিভিন্ন কৌশলে পার পেয়ে যায়। সোমবার রাত সাড়ে নটার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। ইমরুল নামের একজনের মাধ্যমে টিকেট সংগ্রহ করে সে ৩ জন সেলসম্যান রেখে এ ব্যবসা পরিচালনা করে আসছিল। টিকেট কালোবাজারি চক্রের মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনকারী বুরহানের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান জিআরপি থানার ওসি হিমাংশু দাশ রানা। সৌমিক হত্যা ॥ প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ মে ॥ সদর উপজেলার দারিয়াপুরে শিশু সৌমিক হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ঘণ্টাব্যাপী এক বিশাল মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিভাবক, ব্যবসায়ীরা এতে অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ সিদ্দিক, পরিতোষ কুমার বটু, আনিছুর জামান দুলু, সুমন কুমার বর্মণ, আব্দুর রউফ মিয়া, হারুন অর রশীদ, আসাদুজ্জামান আসাদ, শিশু সৌমিকের বাবা রফিকুল ইসলাম সাজু প্রমুখ। বক্তারা অবিলম্বে ঘাতক ট্রাকচালককে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি, বাইপাস রাস্তা, গাড়ির গতিরোধক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভেদরগঞ্জে চার দিন বিদ্যুত নেই নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৩ মে ॥ ভেদরগঞ্জ উপজেলার ৩০টি ও সখিপুর থানার ১৫টি গ্রামে গত ৪ দিন যাবত বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন থাকলেও এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই বলে গ্রাহকরা অভিযোগ করেছেন। সামান্য ঝর-বৃষ্টি হলেই বিদ্যুত বন্ধ থাকে দিনের পর দিন। কোন কোন গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে গেলে তা কর্তৃপক্ষকে জানানোর পর এক সপ্তাহ অতিক্রম হলেও সেখানে বিদ্যুতের কর্মচারীদের দেখা মেলে না। বিদ্যুতস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ মে ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে শীলা (৯) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে পৌর শহরের বত্রিশস্থ সৌদি প্রবাসী ওমর ফারুকের শিশুকন্যা ও স্থানীয় লাইসিয়াম কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধার পরিবারকে মামলা দিয়ে হয়রানি নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ মে ॥ মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ও সন্তানদের জায়গা জবরদখল করে উচ্ছেদের পাঁয়তারা করছে একটি ভূমিদস্যু চক্র। একের পর এক সাজানো মামলা দিয়ে হয়রানি করা ছাড়াও চক্রটির প্রাণনাশের হুমকির মুখে আতঙ্কে রয়েছে অসহায় পরিবারটি। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে না। মঙ্গলবার সকালে জেলা প্রেসক্লাবে পরিবারটি হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে প্রতিকার ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে। এ সময় সদরের মাইজখাপন ইউনিয়নের বেত্রাহাটি বেপারীপাড়ার মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী অরবুলা খাতুন ওরফে ছফুরা খাতুন বক্তব্যে জানান, তার স্বামী ইব্রাহিম মীর ৫নং সেক্টরের একজন মুক্তিযোদ্ধা হিসেবে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় যুদ্ধ করেন। ২৫-২৬ বছর আগে তার স্বামী মারা যান। চার ছেলে ও তিন মেয়েকে নিয়ে মুক্তিযোদ্ধা স্বামী ইব্রাহিম মীরের রেখে যাওয়া সাড়ে পাঁচ শতাংশ জমির ওপর তৈরি বসতবাড়িতে বসবাস করে আসছিলেন। ডাকাতির চেষ্টা ॥ বোমায় পিতা-পুত্র আহত নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৩ মে ॥ চুয়াডাঙ্গার বাঘাডাঙ্গা গ্রামের মিশনপাড়ায় একদল ডাকাতের বোমাঘাতে পিতা-পুত্র আহত হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে। আহত আলম ম-লকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামের মিশনপাড়ার খ্রিস্টান সম্প্রদায় সুন্নতের পুত্র আলম নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত দেড়টার দিকে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করে। লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। ডাকাতদল অবস্থা বেগতিক দেখে ৩-৪টি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। শিক্ষার্থীদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতীয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুযোগ দেয়া, সকল এটিআই শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, সরকার কর্তৃক ঘোষিত ডিপ্লোমা কৃষিবিদদের কাগজ-কলমে দ্বিতীয় শ্রেণীতে পদমর্যাদা দেয়ার দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কে রহমতপুর বাসস্ট্যান্ডে বাবুগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রায় দু’ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে মোঃ রবিউল ইসলামের সভাপত্বিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম আকন, শিক্ষার্থী তামিম, লতা খানম, রিয়াজুল ইসলাম, হিরা প্রমুখ। বসতঘর পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩ মে ॥ বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের গফুর ফরাজীর (৮০) ঘর সোমবার গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘর মালিক গুরুতর আহত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের গফুর ফরাজীর ঘরে সোমবার রাতে আগুনের সূত্রপাত। ঘর মালিকের দাবি তার ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা। প্রফেসর এআরআই চৌধুরী কর্নার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গ্রন্থাগার একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। সভ্যতার সূচনা থেকে শুরু করে জ্ঞানচর্চার অপরিহার্য প্রতিষ্ঠান হিসেবে গ্রন্থাগারের কোন বিকল্প নেই। যে জাতির গ্রন্থাগার যত বেশি সমৃদ্ধ সেই জাতি তত বেশি অগ্রগামী। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আধুনিকায়ন, সিসি ক্যামেরা স্থাপন ও চবি গ্রন্থাগারে সাবেক উপাচার্য প্রয়াত প্রফেসর ড. আরআই চৌধুরী কর্নার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য ও গ্রন্থাগার পরিচালনা কমিটির চেয়ারপার্সন প্রফেসর ড. শিরীন আখতার এবং গ্রন্থাগার উন্নয়ন কর্মকা-ের জন্য গঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আবদুল করিম। অভিজ্ঞতা বিনিময় দিবস স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আইএপিপি কার্যালয়ের সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে মঙ্গলবার সকালে দুই শতাধিক কৃষককে নিয়ে কৃষক অভিজ্ঞতা বিনিময় দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলার ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম।
×