ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণমাধ্যমের স্বাধীনতার অধিকার সমুন্নত রাখতে সকলকে সহায়তার আহ্বান টিআইবির

প্রকাশিত: ০৯:০৭, ৩ মে ২০১৬

গণমাধ্যমের স্বাধীনতার  অধিকার সমুন্নত রাখতে সকলকে সহায়তার আহ্বান টিআইবির

স্টাফ রিপোর্টার ॥ গণতান্ত্রিক জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের স্বার্থে সংবিধান-স্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতার অধিকার সমুন্নত রাখতে সরকার, গণমাধ্যম ও সকল অংশীজনের সহায়তার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনে সহায়ক পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। জাতিসংঘের ইউনেস্কো ঘোষিত ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান। ড. জামান বলেন, শত প্রতিকূলতা ও ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যম দেশে গণতান্ত্রিক বিকাশ ও প্রাতিষ্ঠানিকীকরণের পাশাপাশি টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় সরকারের সহায়ক শক্তি হিসেবে অমূল্য অবদান রাখছে। এই ভূমিকা অব্যাহত রাখতে সাংবিধানিক অঙ্গীকার অনুযায়ী গণমাধ্যমের অবাধ স্বাধীনতা ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তাসহ স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনের উপযোগী পরিবেশের উত্তরোত্তর বিকাশ নিশ্চিত করা সরকার এবং সকল অংশীজনের অপরিহার্য দায়িত্ব। তিনি বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করে যেমন গণতন্ত্র, জবাবদিহিতা ও সুশাসন অর্জন সম্ভব নয়, তেমনি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য ও মত প্রকাশ ব্যতিরেকে উন্নয়ন ও সমাজের ইতিবাচক পরিবর্তন টেকসই এবং অর্থবহ হতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতা এবং মত ও তথ্য প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম মূলস্তম্ভ বিধায় এর সুরক্ষা ও বিকাশ করা সরকারসহ সকল অংশীজনের পবিত্র দায়িত্ব।
×