ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টাকা উত্তোলনের পরেই লোকসানে ডরিন পাওয়ার

প্রকাশিত: ২৩:৩৮, ২ মে ২০১৬

টাকা উত্তোলনের পরেই লোকসানে ডরিন পাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার বাজার থেকে টাকা উত্তোলনের পরে নতুন লেনদেনে আসা জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানি ডরিন পাওয়ার তৃতীয় প্রান্তিকেই (২০১৬ সালের জানুয়ারি-মার্চ) লোকসান করেছে। এ সময়ে কোম্পানিটি প্রতিটি শেয়ারে (সমন্বিত) ০.০৯ টাকা লোকসান করেছে। যা আগের বছরের একই সময়ে প্রতিটি শেয়ারে মুনাফা করেছিল ০.৪৮ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিকে লোকসান করলেও ডরিন পাওয়ার নয় মাসে (জুলাই ২০১৫-মার্চ ২০১৬) সময়ে প্রতিটি শেয়ারে মুনাফা করেছে (সমন্বিত) ০.৫৫ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১.৭৯ টাকা। এদিকে ২০১৬ সালের ৩১ মার্চ কোম্পানিটির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে (সমন্বিত) ৩৪.৪৬ টাকা। এদিকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের দিন সোমবারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের ক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ ৯.৯৫ শতাংশ কোম্পানিটির দর কমে যায়। আগের দিনে কোম্পানিটির সমাপনী মূল্য ছিল ৫৬ টাকা। সোমবারে তা কমে দাঁড়ায় ৫০.৭০ টাকায়। পুরোদিনে কোম্পানিটির ১৬ লাখ ৪৫ হাজার ১১১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৮ কোটি ৩৭ লাখ ৫৪ হাজার টাকা। কোম্পানিটির মোট পরিশোধিত মূলধন ৮০ কোটি টাকা। এর মধ্যে ৭৪,৯৩ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালক, ২ দশমিক ৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিদেশী বিনিয়োগকারীরা দশমিক ০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২.৫০ শতাংশ শেয়ার রয়েছে।
×