ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিবিয়া উপকূলে নৌকাডুবে ৮৪ অভিবাসী নিখোঁজ

প্রকাশিত: ২০:৫১, ১ মে ২০১৬

লিবিয়া উপকূলে নৌকাডুবে ৮৪ অভিবাসী নিখোঁজ

অনলাইন ডেস্ক॥ লিবিয়ার অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবির পরে ৮৪ জন নিখোঁজ রয়েছে। অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা একথা জানিয়েছে। ইতালির কোস্ট গার্ড স্যাটেলাইট ফোনে বিপদের খবর পেয়ে নৌকাটি উদ্ধার করে। বেঁচে থাকা ২৬ জনকে একটি বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ইতালিতে নিয়ে আসা হয়। কোস্টগার্ডের মুখপাত্র বলেছেন, মানব পাচারকারীদের ব্যবহৃত এসব নৌকায় ১০০ থেকে ১২০ জন বসতে পারে এবং সাধারণত পরিপূর্ণ থাকে। ঝঞ্ঝাবিক্ষুব্ধ সাগরে উদ্ধার কর্ম চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে তারা। ইতালির লাম্পেদুসা উপকূলে আসা ২৬ শরণার্থীর নাগরিকত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কমপক্ষে ২৭ হাজার অভিবাসন প্রত্যাশী ইতালিতে পৌঁছেছে, এবং এদের বেশিরভাগ লিবিয়া উপকূল থেকে গেছেন। এই বছর এখন পর্যন্ত কমপক্ষে ৮০০ জন ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা গেছেন।
×