ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব অর্থনীতির টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫১, ১ মে ২০১৬

বিশ্ব অর্থনীতির টুকরো খবর

শেষ হলো পর্যটন মেলা নানা আয়োজনে শেষ হয়েছে ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬।’ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু“হয় আন্তর্জাতিক এই পর্যটন মেলা। চারদিনের এই মেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলায় দর্শনার্থীদের প্রবেশ ছিল চোখে পড়ার মতো। ভ্রমণ বিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর ১৩তম বারের মতো এ মেলার আয়োজন সম্পন্ন করেছে। মেলার টাইটেল স্পন্সর হিসেবে ছিল বেসরকারী বিমান সংস্থা ‘নভোএয়ার’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেলায় সহযোগী হিসেবে ছিল। এবারের মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টির বেশি সংস্থা অংশ নিয়েছে। শেয়ার বিক্রি করবেন বঙ্গজের উদ্যোক্তা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, শেয়ার বিক্রি করবেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেডের উদ্যোক্তা মো. রফিকুল হক। সূত্র মতে, রফিকুল হকের কাছে নিজ প্রতিষ্ঠানের মোট ২ লাখ ৯১ হাজার ৩৪২টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ২০ হাজার শেয়ার বিক্রি করবেন তিনি। এ মাসের মধ্যেই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রয় করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এই উদ্যোক্তা ‘এলইডি চিপ তৈরিতে প্রধান বাধা শুল্ক বৈষম্য’ বিদ্যুত সাশ্রয়ী এলইডি (লাইট ইমেটিং ডায়োড) বাল্ব তৈরির প্রধান উপকরণ হচ্ছে এলইডি চিপ। এ চিপ তৈরিতে ব্যবহৃত হয় ৮ ধরনের উপাদান। বাংলাদেশে সম্পূর্ণ তৈরি এলইডি চিপ আমদানি করতে ৩০.৭৯ শতাংশ কর দিতে হয়। আর এ চিপ দেশেই উৎপাদন করতে যে আট ধরনের কাঁচামাল প্রয়োজন সেগুলো আমদানিতে শুল্ক দিতে হয় ৩৬.৭৮ শতাংশ থেকে ১৩০.২৬ শতাংশ পর্যন্ত। এ উৎপাদনবিমুখ শুল্ক বৈষম্যই দেশে এলইডি চিপ তৈরির কারখানা স্থাপনের ক্ষেত্রে প্রধান অন্তরায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক উদ্যোক্তার আগ্রহ থাকা সত্ত্বেও বাংলাদেশে গড়ে উঠছে না এলইডি চিপ তৈরির কারখানা। ফলে প্রতিযোগিতামূলক বিশ্বে হাইটেক শিল্পে পিছিয়ে পড়ছে বাংলাদেশ।
×