ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভগ্নদশা জাপানের এক্স-রে উপগ্রহের

প্রকাশিত: ০৫:৫১, ১ মে ২০১৬

ভগ্নদশা জাপানের এক্স-রে উপগ্রহের

জাপানের সবচেয়ে শক্তিশালী এক্স-রে উপগ্রহ হিতোমি উৎক্ষেপণের কিছুদিন পর অকার্যকর হয়ে পড়েছে। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা বৃহস্পতিবার এ কথা ঘোষণা করে বলেছে উপগ্রহটি উদ্ধার প্রচেষ্টার ইতি টানা হয়েছে। কারণ মহাকাশ পর্যবেক্ষণে নিয়োজিত উপগ্রহটির এমনই দশা হয়েছে এটি এখন পুনরুদ্ধার করা আর সম্ভব নয়। ব্ল্যাক হোল, গ্যালাক্সিপুঞ্জ ও মহাকাশে অন্যান্য বৃহত শক্তির নির্গমন উৎসগুলো পর্যবেক্ষণ করার লক্ষ্য নিয়ে উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছিল। ৩০ কোটি ডলার ব্যয়ে নির্মিত উপগ্রহটি মহাকাশে থাকা অবস্থায় কক্ষপথে হোঁচট খেতে শুরু করলে বিজ্ঞানীরা প্রমাদ গোনেন যে এটি সম্ভবত আর কাজে লাগানো যাবে না। ১৭ ফেব্রুয়ারি হিতোমি মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। হিতোমির এই বিপর্যয় কেবল জাক্সার জন্যই একটি বড় ক্ষতি নয়। নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির জন্যও এটি একটি বড় দুঃসংবাদ। -স্পেস নিউজ
×