ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে জোড়া খুনের প্রতিবাদে বিক্ষোভ ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৫:৫০, ১ মে ২০১৬

লক্ষ্মীপুরে জোড়া খুনের প্রতিবাদে বিক্ষোভ ॥ গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩০ এপ্রিল ॥ লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশ থেকে খুনীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। জোড়া খুনের এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ ১৮ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের হয়েছে।। শুক্রবার রাতে মামলার এজাহার নামীয় আসামি বেল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। দুই কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে জেলা যুবলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহানী ট্রাফিক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তারা আওয়ামী লীগ কর্মী মানিক ও যুবলীগ কর্মী কামরুলকে হত্যার ঘটনায় বিএনপির সন্ত্রাসীদের দায়ী করে অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মামলা দায়ের ॥ এদিকে জোড়া খুনের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ ১৮ জনকে আসামি করে মামলা রুজু হয়েছে। শুক্রবার রাতে নিহত মানিকের ভাই মোরশেদ আলম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। তবে জোড়া খুনের প্রকৃত রহস্য পুলিশ এখনও উদ্ঘাটন করতে পারেনি। এ ঘটনায় শুক্রবার রাতে মামলার এজাহার নামীয় আসামি বেল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাতে লক্ষ্মীপুর সদরের বাঙ্গাখাঁ ইউপির রাজিবপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী ইসমাইল হোসেন মানিক ও যুবলীগ কর্মী কামরুল ইসলামকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
×