ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে দম্পতি হত্যা দায় স্বীকার করেছে বড় ছেলে

প্রকাশিত: ০৪:২৯, ১ মে ২০১৬

যুক্তরাষ্ট্রে দম্পতি হত্যা দায় স্বীকার করেছে বড় ছেলে

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশী দম্পতি হত্যাকাণ্ডে তাদের বড় ছেলের স্বীকারোক্তি মিলেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র পুলিশ। সান হোসে পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদপত্রগুলো জানায়, বড় ছেলে হাসিব বিন গোলাম রাব্বি (২২) তার বাবাকে কয়েক দফা গুলি চালিয়ে হত্যা করার কথা স্বীকার করেছে। স্বীকারোক্তিতে হাসিব মাকে হত্যায় জড়িত ছিলেন না এবং হত্যাকাণ্ডে তার ছোট ভাই ওমর (১৭) জড়িত নয় বলেও দাবি করেছেন। শুক্রবার সান হোসের পুলিশ সার্জেন্ট পেট্রিক গুয়ের নিহত দম্পতির দুই ছেলের বিরুদ্ধে আদালতে ‘হত্যার অভিযোগ’ ও দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের তথ্য দাখিল করেছে। বাবা গোলাম রাব্বী (৫৯) ও মা শামীমা রাব্বীকে (৫৭) হত্যার দায়ে এর আগে দুই ভাইকে গ্রেফতার করে তাদের জামিন অযোগ্য আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর জিজ্ঞাসাবাদে হাসিব বাবাকে হত্যার কথা স্বীকার করেছে বলে গুয়ের জানান। অভিযোগপত্রে ওমরকেও ‘প্রাপ্তবয়স্ক’ হিসেবে দেখানো হয়েছে।অজ্ঞাত এক ব্যক্তির নির্দেশে হাসিব তার বাবাকে গুলি করে হত্যা করার কথা স্বীকার করেছে। এর আগে ওই অজ্ঞাত ব্যক্তি তাকে (হাসিব) আঘাত করে বলেও সে দাবি করেছে। অন্যদিকে ওমর তার বড় ভাইকে বাবা-মা হত্যার জন্য দায়ী করলেও ‘অজ্ঞাত কোন ব্যক্তি’র উপস্থিতির কথা জানায়নি বলেও গুয়েরের ভাষ্য। ‘সে (ওমর) তদন্তকারীদের বলেছে, হাসিবই বাবা-মা’কে খুন করে তাকে গ্যারেজ পরীক্ষা করে দেখতে বলে, যেন তারা ওকল্যান্ডের এনিম কনভেনশনে পৌঁছানোর আগ পর্যন্ত লাশের রক্ত চুইয়ে বাইরে না যায়। এই গ্যারেজেই হাসিব তার বাবাকে গুলি চালিয়ে হত্যা করে।’ গুয়ের বলেন, বাবা গোলাম রাব্বীকে হত্যার পর হাসিব ওমরকে মৃতদেহ পর্দা দিয়ে ঢেকে দিতে বলে। এরপরই সে (হাসিব) তার মাকে হত্যা করে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় গুয়ের। এর আগে কারাগারে থাকা অবস্থায় সান ফ্রান্সিসকো ক্রনিকলকে দেয়া এক সাক্ষাতকারে হাসিব তার ছোট ভাইকে ‘নির্দোষ’ দাবি করে পুরো ঘটনা ‘খুলে বলা’র আগ্রহ দেখিয়েছিল। ‘আমি পুরো ঘটনা সবাইকে জানাতে চাই, তবে আইনজীবীর উপস্থিতি ছাড়া তা বলব না।’ তাৎক্ষণিকভাবে দুই ভাইয়ের পক্ষে থাকা আইনজীবীর নাম জানাতে পারেনি এবিসি নিউজ। গান্তা ক্লারা কাউন্টি ডিস্ট্রিক্টের এ্যাটর্নি অফিসের মুখপাত্র শন উইবি জানান, অভিযুক্ত দুই ভাই আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছে। বাসভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ এপ্রিল ॥ ঢাকা-নারায়ণগঞ্জসহ সকল রুটের বাস ভাড়া কমানোর দাবিতে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বী। মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। তেলের দাম কমার পূর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছিলেন, তেলের দাম কমলে পরিবহনের ভাড়া কমানো হবে। সে পরিপ্রেক্ষিতে দ্রুত ঢাকা-নারায়ণগঞ্জসহ সকল রুটের বাসের ভাড়া কমাতে হবে। বক্তারা বলেন, তেলের দাম বাড়লে যেমনি বাসের ভাড়া বাড়ে, আবার সিএনজির দাম বাড়লেও বাসের ভাড়া বাড়ে কিন্তু এসবের দাম কমলে ভাড়া কমানোর কোন উদ্যোগ আর দেখা যায় না। ’১৭ সালে আইপিইউর সম্মেলন ঢাকায় সংসদ রিপোর্টার ॥ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শুক্রবার লন্ডনে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শনিবার জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাংলাদেশের পক্ষে জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এবং আইপিইউর পক্ষে আইপিইউর মহাসচিব মার্টিন চুংগুং লন্ডনের হাউস অব লর্ডসে এই এমওইউ স্বাক্ষর করেন। আইপিইউ সম্মেলনে বিশ্বের ১৬৮ দেশের স্পীকার, ডেপুটি স্পীকার, সংসদ সদস্য ও কর্মকর্তারা অংশ নেবেন। এই সম্মেলনে দুই হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ ১৯৭২ সালে আইপিইউর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউর বর্তমান প্রেসিডেন্ট।
×