ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কিউবা সফরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২০:১২, ২৯ এপ্রিল ২০১৬

কিউবা সফরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক॥ ১৯৫৯ সালে কিউবায় কমিউনিস্ট বিপ্লবের পর যুক্তরাজ্যের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশটি সফর করছেন ফিলিপ হ্যামন্ড। বৃহস্পতিবার কিউবার রাজধানী হাভানায় নেমে হ্যামন্ড বলেন, ক্যারিবিয়ান জাতির সঙ্গে নতুন সম্পর্ক ঝালাই করতে চায় ব্রিটেন। গেল মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ঐতিহাসিক কিউবা সফরের রেশ ধরে হ্যামন্ডের এই সফর। এক সময়কার শত্রু রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ওবামা দেশটি সফর করেন। সফররত হ্যামন্ড সাম্প্রতিক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন, মানবাধিকার এবং জিকা ভাইরাসের মতো বিশ্বে মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে ওঠা বিষয়গুলো দেশটির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন। অর্থনৈতিক সেবা, বিদ্যুৎ, সংস্কৃতি এবং শিক্ষার মতো বিষয়গুলোসহ ব্রিটেনের সঙ্গে কিউবার ঋণ পুনর্গঠন নিয়েও দ্বিপাক্ষিক চুক্তি সই করবেন হ্যামন্ড।
×