ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যান্ডউইথের দাম কমলেও গ্রাহক পর্যায়ে কমছে না ইন্টারনেটের দাম

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ এপ্রিল ২০১৬

ব্যান্ডউইথের দাম কমলেও গ্রাহক পর্যায়ে কমছে না ইন্টারনেটের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকার দফায় দফায় ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও গ্রাহক পর্যায়ে কমাচ্ছে না সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি, ধীরগতি, সংযোগ বিচ্ছিন্নসহ নানা অভিযোগ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আর, মধ্যসত্বভোগীদের কারণে দাম কমছে না বলে স্বীকার করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। চাকরি, ব্যবসা-বাণিজ্য, পড়ালেখাসহ বিভিন্ন প্রয়োজনে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেটসেবা গ্রহণকারীর সংখ্যা। সঙ্গে প্রতিদিনই বাড়ছে ইন্টারেনেটের বহুল ব্যবহার। কিন্তু বেশি দাম, কম গতি আর সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন বিষয়ে আছে- গ্রাহক অভিযোগ। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি এম এ হাকিম বলছেন, অনিবন্ধনকৃত সেবা প্রতিষ্ঠানের কারণেই গুণগত মান বাড়ছে না। গুণগতমানের ইন্টারনেট সেবা বাড়াতে সরকার ব্যান্ডউইথের দাম কমিয়েছে গত ৮ বছরে ৮ দফায় প্রায় ২৬ হাজার টাকা। বিটিআরসির তথ্যমতে, ২০০৮ জুলাই ২৭ হাজার টাকা, ২০০৯ জুলাই ১৮ হাজার টাকা, ২০১১ ফেব্রুয়ারি ১২ হাজার টাকা, ২০১১ আগস্ট ১০ হাজার টাকা, ২০১২ সেপ্টেম্বর ৮ হাজার টাকা, ২০১৩ এপ্রিল ৪ হাজার ৮শ’ টাকা, ২০১৪ এপ্রিল ২ হাজার ৮শ’ টাকা, ২০১৫ সেপ্টেম্বর ১ হাজার ৮০ টাকা।
×