ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেপুটি গবর্নর নিয়োগে সাক্ষাতকার সম্পন্ন

১৫ মের মধ্যে সুপারিশ দেবে সার্চ কমিটি

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ এপ্রিল ২০১৬

১৫ মের মধ্যে সুপারিশ দেবে সার্চ কমিটি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর পদে নিয়োগে প্রার্থীদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় তথা শেষ ধাপে আরও ১০ প্রার্থীকে সাক্ষাতকারের জন্য ডাকা হয়। তবে শেষদিনে দুই প্রার্থী আসেননি। বুধবার প্রথম ধাপে ১১ প্রার্থীর সাক্ষাতকার গ্রহণ করা হয়। ফলে মোট ১৯ প্রার্থীর সাক্ষাতকার গ্রহণ করল ডেপুটি গবর্নর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি। বাংলাদেশ ব্যাংক গবর্নরের কক্ষে এই সাক্ষাতকার গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে, আগামী ১৫ মের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর নিয়োগে বাছাইকৃত প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকার সুপারিশ সরকারের কাছে জমা দেয়া সম্ভব হবে বলে জানিয়েছে সার্চ কমিটির চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমেদ। বৃহস্পতিবার প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, দুই দিনে ২১ জনের পরীক্ষা নেয়ার কথা ছিল। তবে এর মধ্যে দুজন প্রার্থী আসেননি। পরীক্ষা নেয়া শেষ হলো। তবে কতজনকে সুপারিশ করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এর জন্য আরেকটা মিটিং লাগবে; ৮/৯ তারিখের দিকে আমরা সেটা করে সুপারিশ দিয়ে দিতে পারব। আমার ধারণা, ১৫ মের মধ্যে তা সরকারের কাছে জমা দিয়ে দিতে পারব। কতজনকে সুপারিশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা আমরা এখনও জানি না। আমাদের বিবেচনায়, মানে বোর্ডে যারা আছি তাদের ধারণায় যদি কেউ দায়িত্ব পালন করতে সক্ষম না হন তবে তার জন্য সুপারিশ করব না। শুধুই যারা সক্ষম তাদের জন্যই সুপারিশ করব। অন্যদের বিবেচনায় কী হবেন সেটা আমরা জানি না। সেজন্য খুব একটা বড় সংখ্যা হয়ত হবে না। যোগ্য প্রার্থী খুঁজে পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পেয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গবর্নরের দুটি শূন্যপদের বিপরীতে ৫৭টি আবেদন জমা পড়ে। তার মধ্য থেকে নিয়োগ সংক্রান্ত সার্চ কমিটি সাক্ষাতকারের জন্য এই ২১ জনের নাম বাছাই করে। সূত্র জানিয়েছে, এই ২১ জনের মধ্য থেকে ৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রীর দফতরে পাঠাবে সার্চ কমিটি। এর মধ্যে দুইজনকে চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। তবে এ-ও শোনা যাচ্ছে, আপাতত দুইজন নয়, ১ জন ডেপুটি গবর্নর নিয়োগ দেবে সরকার। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডেপুটি গবর্নর পদে মৌখিক পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীদের বেশিরভাগই বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক নির্বাহী পরিচালক। পাশাপাশি রয়েছেন বিভিন্ন সরকারী-বেসরকারী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক। বৃহস্পতিবার যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা হলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, আহমেদ জামাল, মিজানুর রহমান জোয়ার্দার, নাজিমুদ্দিন, রাকাবের ডিএমডি আবদুল খালেক খান, বিডিবিএলের ডিএমডি আফজালুল বাশার এবং একমাত্র নারী প্রার্থী উত্তরা ব্যাংকের সোনালী ব্যাংকের পরিচালক সাবেরা আক্তারি জামাল। এর আগে বুধবার যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, মাহফুজুর রহমান, আব্দুল হক, কাজী নাসির আহমেদ এবং বর্তমানে দায়িত্বরত নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এসএম মনিরুজ্জামান, নওশাদ আলী চৌধুরী, আব্দুর রহিম, নির্মল চন্দ্র ভক্ত, বিষ্ণুপদ সাহা। এছাড়া রূপালী ব্যাংকের ডিএমডি খলিলুর রহমান, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।
×