ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়াসুরিয়া ফের শ্রীলঙ্কার প্রধান নির্বাচক

প্রকাশিত: ১৯:৪৯, ২৮ এপ্রিল ২০১৬

জয়াসুরিয়া ফের শ্রীলঙ্কার প্রধান নির্বাচক

অনলাইন ডেস্ক॥ প্রধান নির্বাচক পদে আনুষ্ঠানিকভাবে সনাৎ জয়াসুরিয়ার ফেরার খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। প্রায় ১৩ মাস পর আগামী মাসের শুরুতেই পুরানো দায়িত্বে ফিরছেন দেশটির সাবেক এই ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সূত্রে জানা যায়, আগামী ১ মে জয়াসুরিয়ার নেতৃত্বাধীন নির্বাচক কমিটির দুই বছর মেয়াদ শুরু হবে। চার সদস্যের এই কমিটিতে বাকিরা হলেন- বিস্ফোরক উদ্বোধনী জুটিতে জয়াসুরিয়ার এক সময়ের সঙ্গী রমেশ কালুভিথারানা, সাবেক পেসার এরিক উপাশান্থা ও সাবেক অফ স্পিনার রঞ্জিত মাদুরাসিংহে। সূত্র আরো জানায়, চলতি মাসের শুরুতেই জয়াসুরিয়াকে ফের প্রধান নির্বাচক করার ঘোষণা দেন এসএলসি প্রধান থিলাঙ্গা সুমাথিপালা। আজ বুধবার তারই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন জয়াসুরিয়া। ওই সময় শ্রীলঙ্কা জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ইংল্যান্ডে ঐতিহাসিক টেস্ট সিরিজও জিতেছিল।
×