ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

একাধিক চলচ্চিত্রে রোমানা স্বর্ণা

প্রকাশিত: ০৬:৩৭, ২৮ এপ্রিল ২০১৬

একাধিক চলচ্চিত্রে রোমানা স্বর্ণা

সাজু আহমেদ ॥ রোমানা স্বর্ণা। এই সময়ের প্রতিভাময়ী অভিনেত্রী ও মডেল। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্র তিন মাধ্যমের কাজেই সমান তালে ব্যস্ত রয়েছেন। একাধিক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করে নিজের শিল্পী সত্তার জাত চিনিয়েছেন এই অভিনেত্রী। ঢাকার দোহারে জন্ম নেয়া এই অভিনেত্রীকে এখন সবাই চেনেন ‘রান আউট’ চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে। তবে তার অসংখ্য মৌলিক কাজ রয়েছে। যাতে তাকে সহজেই চেনা যায়। ক্যারিয়ারের শুরুতে ২০০৭ সালের শেষের দিকে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় আসেন রোমানা স্বর্ণা। প্রাথমিক পর্যায়ে প্রাণ টোস্টের বিজ্ঞাপনের মডেল হিসেবে নিজের মেধার পরিচয় দেন। একই সময়ে তিনি অনিকেত আলম পরিচালিত ‘আউট অব বক্স’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার সহশিল্পী ছিলেন রিজভী। চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি না পেলেও ইউরোপে মুক্তি পায় এবং প্রশংসিত হয়। এরপর রোমানা স্বর্না কাজ করেন বসুন্ধরা আবাসিক প্লট এবং গ্রামীণফোন প্যাকেজের বিজ্ঞাপনে। তবে কোকোলা নুডুলসের বিজ্ঞাপনটি তাকে পরিচিতি এনে দেয়। মূলত টিভি পর্দায় সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘হাড়কিপ্টে’ নাটকে অভিনয়ের মাধ্যমে রোমানা স্বর্ণা জনপ্রিয় হয়ে ওঠেন। এ ছাড়া শামীম জামান পরিচালিত আরটিভির ‘আলতা সুন্দরী’ নাটকটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। রোমানা স্বর্না অভিনীত অন্য নাটকের মধ্যে রয়েছে ‘ক্যাপসুল ৫০০ মিলিগ্রাম’, ‘টো টো কোম্পানি লিমিটেড’, ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’ প্রভৃতি। রোমানা স্বর্ণা অভিনীত এবং তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ চলচ্চিত্রটি ২০১৫ পালে মুক্তি পায়। এর আগে অবশ্য একই পরিচালকের ‘পদ্মপাতার জল’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এরপর অনিরুদ্ধ রাসেল পরিচালিত ‘দ্বিতীয় লিঙ্গ’ নামে আরও একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এখানে তার চরিত্রের নাম আকলিমা। এ প্রসঙ্গে রোমানা স্বর্ণা বলেন, এ চরিত্রটি নিয়ে আমি বেশ আশাবাদী। এখানে একজন গণিকার চরিত্রে অভিনয় করেছি। কাহিনীতে দেখা যাবে, বাসর রাতে ডাকাতদল আমার স্বামীকে মেরে ফেলে; কিন্তু কিছুদিন পরে আমি গর্ভবতী হয়ে পড়ি এবং অসহায় জীবনযাপন শুরু করি। কিন্তু অনেকেই আমার প্রতি নেতিবাচক দৃষ্টি দেয়। একপর্যায়ে পরিস্থিতির শিকার হয়ে আমি অন্ধকার জগতে পা বাড়াই। এভাবেই এগিয়ে চলে গল্পটি। তিনি বলে আমার ক্যারিয়ারের জন্য এ কাজটি বড় একটা দিক হতে যাচ্ছে বলে মনে করি। এখানে চ্যালেঞ্জিং আরেকটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এরই মধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় এ চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে। এতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল মামুন, নাজনীন চুমকিসহ অনেকে। এছাড়া আগামীতে ‘দেহান্ত’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন রোমানা স্বর্ণা। এছাড়া বেশ কয়েটি ঈদের নাটকে কাজ করবেন বলে জানান তিনি। নাটকগুলোর মধ্যে রয়েছে সঞ্জিব পরিচালিত ‘কলির লখাই’, আরিফ খান ও সুজিত বিশ্বাস পরিচালিত ‘হকার’ প্রভৃতি। মোট কথা নাটক, বিজ্ঞাপন এবং চলচ্চিত্র সব মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন রোমানা স্বর্ণা। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে চান। রোমানা স্বর্ণা তার মেধা এবং যোগ্যতা বলে কাক্সিক্ষত লক্ষে পৌঁছবেন সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য শুভ কামনা।
×