ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বৈদ্যুতিক পণ্যে শুল্ক কমানোর দাবি

প্রকাশিত: ২৩:২৯, ২৭ এপ্রিল ২০১৬

বৈদ্যুতিক পণ্যে শুল্ক কমানোর দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ কম খরচে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য বৈদ্যুতিক সুইচ, সকেট, চার্জার ফ্যান ও লাইটসহ বিভিন্ন পণ্যের উপর বিদ্যমান শুল্কহার ও সম্পূরক শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সর্বনিম্ন প্যাকেজ ভ্যাট পুনঃনির্ধারণের দাবি করেছে সংগঠনটি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান বাজেট সমন্বয়কারী মোহাম্মদ আকবর হোসেনের কাছে সম্প্রতি এসব প্রস্তাব লিখিত আকারে পেশ করেন সংগঠনটির চেয়ারম্যান মীর নিজাম উদ্দিন আহমেদ। সংগঠনটির প্রস্তাবে বলা হয়, এলইডি ল্যাম্প ও বাল্ব ব্যবহার সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। পণ্যগুলো ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য বর্তমানে নির্ধারিত ১০ শতাংশ শুল্ক হার প্রত্যাহার করার প্রস্তাব করছি। একইভাবে সুইচ, সকেট ওপর আরোপ করা ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং এসব পণ্যে শুল্কহার কমানোর দাবি জানানো হয়েছে।
×