ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ-রাইজিং পুনে সুপার জায়ান্টস

মুস্তাফিজ পরীক্ষা আজ ধোনিদের

প্রকাশিত: ০৪:৩৯, ২৬ এপ্রিল ২০১৬

মুস্তাফিজ পরীক্ষা আজ ধোনিদের

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলিরা শুরু করেছিলেন। এরপর একে একে পরীক্ষা দিয়েছেন গৌতম গাম্ভীর, রোহিত শর্মা, সুরেশ রায়না ও ডেভিড মিলাররা। বাংলাদেশের রহস্যময় বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে অবশ্য এদের যে কারও চেয়ে বেশি চেনেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কারণ আন্তর্জাতিক ম্যাচে বেশ কয়েকবার ধোনির ভারত মুস্তাফিজের ভয়ানক ও বোধগম্যহীন বোলিং মোকাবেলা করেছে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথমবার এই মুস্তাফিজের বিপক্ষে খেলতে নামবেন ধোনিরা। মুস্তাফিজের দারুণ বোলিংয়ে তার দল সানরাইজার্স হায়দরাবাদ টানা তিন জয়ে বেশ ভাল অবস্থানে আছে। তবে ধোনির নবাগত দল রাইজিং পুনে সুপার জায়ান্টস বেশ বাজে পরিস্থিতিতে। আজ এ দু’দল মুখোমুখি হবে হায়দরাবাদের মাঠেই। ভয়ানক সেøায়ারের সঙ্গে ডেথ ওভারে মিতব্যয়ী বোলিং করে ইতোমধ্যেই সব আকর্ষণ নিজের দিকে টেনে নিয়েছেন মুস্তাফিজ। ক্রমেই ব্যাটসম্যানদের জন্য দুর্বোধ্য হয়ে উঠছেন মুস্তাফিজ। এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককুলাম, শেন ওয়াটসন, শন মার্শ, মিলার, গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি কেউ বাদ পড়েননি। সবার কাছেই সমীহ আদায় করে নিয়েছেন বাঁহাতি মুস্তাফিজ। ক্রমেই রান দেয়ার ক্ষেত্রে একেবারে কৃপণ হয়ে যাচ্ছেন তিনি। বিশেষ করে সর্বশেষ ম্যাচে যা করেছেন বিশ্বই হতবাক হয়ে গেছে। ধুম-ধারক্কা ব্যাটিংয়ের ক্রিকেট টি২০ হলেও কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ১ মেডেনসহ ৯ রান দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি। চলমান আইপিএলে ৭ উইকেট নিয়ে তিন নম্বরে থাকলেও ইকোনমি রেটে সবার ওপরে মুস্তাফিজ। তার এমন বোলিংয়ের কারণেই দলগতভাবে জ্বলে উঠেছে হায়দরাবাদও। টানা দুই ম্যাচ হারের পর জয়ের হ্যাটট্রিক করে দারুণ অবস্থানে এখন দলটি। ক্রমেই দুরন্ত হয়ে উঠছে হায়দরাবাদ। বোলিংয়ে দ্যুতি ছড়াচ্ছেন মুস্তাফিজ আর ব্যাট হাতে ঝড় তুলছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। ফলে জয়ের অগ্রযাত্রা অব্যাহত আছে তাদের। তবে লড়াইটা চলছে কলকাতা নাইট রাইডার্স, গুজরাট লায়ন্স ও দিল্লী ডেয়ারডেভিলসের সঙ্গে। কারণ এ তিন দল জিতেই চলেছে। ফলে শীর্ষে ওঠার পর মুহূর্তেই আবার ছিটকে যেতে হচ্ছে। তবে আজ জিতলে আবারও শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ হায়দরাবাদের। এবারই প্রথম আইপিএলে এমন নাজুক পরিস্থিতির মুখে পড়েছেন ধোনি। পুরনো দল চেন্নাই সুপার কিংস না থাকায় পুনেতে যোগ দিয়েছিলেন। কিন্তু কোনভাবেই দলের মাথাটা উঁচু করাতে পারছেন না তিনি। উদ্বোধনী ম্যাচেই গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে চমক দিয়ে শুরু করেছিল পুনে। কিন্তু সেই চমকটা ধরে রাখতে পারেনি ধোনির দল। এরপর টানা ৪ ম্যাচে গুজরাট, পাঞ্জাব, ব্যাঙ্গালুরু ও কলকাতার কাছে হেরেছে। প্রথম তিন ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেললেও গত দুটি ম্যাচ স্বাগতিক হিসেবে খেলেছে তারা। এবার খেলতে হবে হায়দরাবাদের মাঠে। তাই বিপর্যস্ত পুনের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন পরীক্ষাই হবে উজ্জীবিত হায়দরাবাদের বিপক্ষে। আর মুস্তাফিজ ভীতিটাকেও জয় করতে হবে এ ম্যাচে। ভাগ্য ফেরাতে হলে আজকের ম্যাচে সম্ভবত বিস্ময়কর কিছুই করতে হবে ধোনির দলকে।
×