ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌর বিমানের প্রশান্ত মহাসাগর পাড়ি

প্রকাশিত: ০৬:৩৪, ২৫ এপ্রিল ২০১৬

সৌর বিমানের প্রশান্ত মহাসাগর পাড়ি

সৌরশক্তিচালিত বিমানের ইতিহাসে শনিবারের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ অবশেষে সোলার ইমপালস-টু নামের সৌর বিমান ওই দিন প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়। অবরতণের পর বিমানটির পাইলট বার্ট্রান্ড পিকার্ড ককপিট থেকে মাটিতে পা রেখে বলেন, আমরা প্রশান্ত মহাসাগরও জয় করতে পেরেছি। এ সময় উপস্থিত বিশ্বখ্যাত পাইলট এ্যান্ডু ব্রোসবার্গ তাকে অভিনন্দন জানান। ইতিহাসের অংশ হতে ঘটনাস্থলে উপস্থিত হন সার্চ ইঞ্জিন গুগলপ্রধান সার্গেই ব্রিন। তিনিও এগিয়ে গিয়ে বার্ট্রান্ড পিকার্ডকে অভিনন্দন জানান। পরে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে বার্তা পাঠান সার্গেই ব্রিন। তিনি বলেছেন, এটি সত্যিই চমৎকার অভিজ্ঞতা। আমরা ঘটনাস্থল থেকে সোলার ইমপালসের অবতরণ দেখেছি। সৌর বিমানের ভবিষ্যত নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিমানটির চালক বার্ট্রান্ড পিকার্ড। সবাইকে শোনান তার রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। তিনি বলেন, সৌর বিমান পরিচালনা সত্যিই ঝুঁকিপূর্ণ কাজ। কারণ এটির জরুরী অবতরণের মতো তেমন জায়গা নেই। তিনি আশা প্রকাশ করে বলেন, সেই দিন আর দূরে নয়। আমি বাজি ধরে বলতে পারি আগামী ৫০ বছরের মধ্যেই যাত্রী পরিবহনে আমরা সৌর বিমান ব্যবহার করতে পারব।
×