ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কৃষির খুচরা যন্ত্রাংশের শুল্ক কমানোর দাবি

প্রকাশিত: ০৪:৩৬, ২১ এপ্রিল ২০১৬

কৃষির খুচরা যন্ত্রাংশের শুল্ক কমানোর দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশীয় শিল্প কারখানায় উৎপাদিত কৃষি যন্ত্রপাতির জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক কমিয়ে ৬ শতাংশ করার দাবি জানিয়েছে কৃষি যন্ত্রপাতি নির্মাণ খাতের উদ্যোক্তারা। কৃষি যন্ত্রাংশ নির্মাণ খাতের উদ্যোক্তাদের সংগঠন এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে, দেশীয় শিল্প কারখানায় উৎপাদিত কৃষি যন্ত্রপাতির জন্য আমদানি করা খুচরা যন্ত্রাংশে বর্তমানে ২৫ থেকে ৬১ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়। অন্যদিকে সম্পূর্ণ তৈরি কৃষি যন্ত্রপাতি আমদানিতে মোট ২ থেকে ৬ শতাংশ শুল্ক দিতে হয়। এতে এ শিল্পের বিকাশ ব্যাহত হচ্ছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য আলীমুল এহছান চৌধুরী বলেন, আমাদের দেশে বিদেশ থেকে প্রচুর কৃষি যন্ত্রপাতি আমদানি করা হয়ে থাকে। অথচ দেশে স্থানীয় পর্যায়েও অনেক কৃষি যন্ত্রপাতি উৎপাদিত হয়। দেশীয়ভাবে উৎপাদিত কৃষি যন্ত্রপাতিতে ব্যবহারের জন্য কিছু খুচরা যন্ত্রাংশ আমদানি করতে হয়। এসব যন্ত্রাংশ কম মূল্যে আমদানি করা গেলে উৎপাদন খরচ কম হবে। এতে কম মূল্যে কৃষকরা কিনতে পারবে দেশের তৈরি কৃষি যন্ত্রপাতি। এ খাতের উদ্যোক্তারা জানান, কৃষি যন্ত্রপাতির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বাণিজ্যিক খাতসমূহের সঙ্গে সংশ্লিষ্ট। ফলে ‘কৃষি খাতে ব্যবহৃত পণ্যসমূহের’ শুল্কহ্রাস সুবিধা সুনির্দিষ্ট ও তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রদান নিশ্চিত করতে লিমিটেড বন্ডেড ওয়্যার হাউস সুবিধা প্রদান করা যেতে পারে বলে মনে করেন তারা। দেশীয় উদ্যোক্তাদের দাবিসমূহ মেনে নিলে প্রস্তুতকারকদের সক্ষমতা বাড়বে, উদ্যোক্তাদের বিকাশে প্রতিযোগিতাময় শিল্প গড়ে উঠবে, কৃষি যন্ত্র প্রস্তুত শিল্পে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বলেও মনে করেন আলীমুল এহছান।
×