ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরকীয়ার জেরে দগ্ধ সাবেক স্বামীর মৃত্যু

প্রকাশিত: ০৪:২৪, ২১ এপ্রিল ২০১৬

পরকীয়ার জেরে দগ্ধ সাবেক স্বামীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২০ এপ্রিল ॥ সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের অগ্নিদগ্ধ হাসান আলী (৩১) মঙ্গলবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। পরকীয়ার জেরে স্ত্রী সুখী বেগম কয়েকজনকে নিয়ে তার তালাক দেয়া স্বামী হাসান আলীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা করেছিল ১৪ এপ্রিল। জানা যায়, সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের হাজীপাড়ার মোশারফ হোসেনের মেয়ে সুখী বেগমকে পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার দেবরাইল গ্রামের জয়েন উদ্দিনের পুত্র হাসান আলীর বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন অসুখী ছিল না। গত মাসাধিককাল থেকে সুখী বেগম হাসানকে এড়িয়ে চলতে থাকে। এ সময় সে একই এলাকার অটোরিক্সা চালক উজ্জ্বলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। ১৫ দিন আগে সুখী বেগম হাসানকে তালাক দেয়। এ অবস্থায় বৃহস্পতিবার ১৪ এপ্রিল সন্ধ্যার পর সুখী বেগম কয়েকজনকে নিয়ে ভাদসা বাজারের একটি বাড়িতে তাকে ডেকে নেয় এবং মারধর করে। এক পর্যায়ে তার গায়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন হাসানকে অগ্নিদগ্ধ অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল মঙ্গলবার রাতে হাসান মারা যায়। দরিদ্ররা পেলেন ঘর নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২০ এপ্রিল ॥ কালীগঞ্জে দরিদ্রদের জন্য নির্মিত বসতঘর হস্তান্তর করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের উদ্যোগে ‘ইমপ্রুভিং হেল্থ থ্রু হাউজিং, ওয়াটার, স্যানিটেশন এ্যান্ড হাইজিন ইন্টারভ্যান্শনস ইন ঢাকা এ্যান্ড গাজীপুর ডিসট্রিক্ট’ প্রকল্পের আওতায় বুধবার ওই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে এইচআরসি। হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর জন এ আর্মস্ট্রং এতে সভাপতিত্ব করেন। জাল নোট প্রতিরোধে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২০ এপ্রিল ॥ কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে বুধবার ‘সীমান্তবর্তী এলাকায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংকের কলমাকান্দা শাখা এবং বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখার যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংকের কলমাকান্দা শাখার ব্যবস্থাপক জাকির হোসেন খান লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা অঞ্চলের জিএম একেএম ফজলুল হক।
×