ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা চার শ’ ছাড়াল

প্রকাশিত: ০৪:১৯, ২০ এপ্রিল ২০১৬

ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা চার শ’ ছাড়াল

ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা চার শ’ ছাড়িয়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আড়াই হাজার লোককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার এই দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে বহু ভবন ও সেতু। সড়ক ব্যবস্থা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ভূমিকম্পের পর থেকে জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া সোমবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শনের পর ওই এলাকাগুলোর পুনর্নির্মাণ খরচ কয়েক শ’ কোটি ডলারে পৌঁছে যেতে পারে বলে জানিয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগ গত সাত দশকের মধ্যে এটিই সবচেয়ে শোচনীয় ঘটনা বলে তিনি জানান। উপকূলীয় শহর মান্তার কাছে একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে সোমবার রাতে দুই মেয়ে শিশুসহ ছয়জনকে জীবিতকে উদ্ধার করা হয়েছে। ওই শিশু দুটির একজনের বয়স তিন ও অপর জনের নয় বছর। ইরান মাত্র তিন শ’ কোটি ডলার ফেরত পেয়েছে ॥ কেরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার বলেছেন, বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তির পর ইরান তার জব্দ সম্পত্তি থেকে মাত্র ৩শ’ কোটি ডলার ফেরত পেয়েছে। যুক্তরাষ্ট্রে বিরোধী রিপাবলিকানরা অভিযোগ করেছে, ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তির কারণে দেশটি ১০ হাজার কোটি ডলারেও বেশি হাতে পেয়েছে যা তারা আমেরিকান মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-ের পেছনে ব্যয় করবে। খবর এএফপি’র। এদিকে ইরানে দেশটির কর্মকর্তারা বলছেন, অবরোধের অবসানের পরও তারা যথেষ্ট উপকার পাচ্ছেন না। কারণ ব্যাংক ও বেসরকারী কোম্পানিগুলো এত ধীরে কাজ করছে যে তেহরানের সঙ্গে সম্পর্ক পুনরায় শুরুর বিষয়ে বিলম্ব ঘটছে। পরমাণু চুক্তির যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশে কেরি বলেন, ইরান যা পেয়েছে বলে উল্লেখ করা হচ্ছে তা ভুল। আমি বলছি তারা ফেরত পেয়েছে কেবল ৩শ’ কোটি ডলার। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নেই ১৯৮০ সালের এপ্রিল থেকে। কিন্তু কেরি ও জারিফ প্রতিনিয়তই আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। চুক্তি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের জন্য গত ১৬ জানুয়ারি কেরি ও জারিফ ভিয়েনায় বৈঠকে মিলিত হয়েছিলেন। ইরানের পরমাণু কর্মসূচী বন্ধের বিনিময়ে দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়া হবে এ মর্মে গত বছর বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে তেহরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়।
×