ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংসদের লাইব্রেরিতে উইমেন্স কর্নার হচ্ছে

প্রকাশিত: ০৬:১৯, ১৯ এপ্রিল ২০১৬

সংসদের লাইব্রেরিতে উইমেন্স কর্নার হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের লাইব্রেরিতে সাহসী ও মহীয়সী নারীদের সম্মানে উইমেন্স কর্নার স্থাপন করা হচ্ছে। ওই কর্নারে বিভিন্ন মহীয়সী নারীদের অবদান সংরক্ষণ ও প্রদর্শন, মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরাঙ্গনা নারীদের তথ্য সংরক্ষণসহ মুক্তিযুদ্ধে নারীর অবদান ও আলোকচিত্র সংবলিত বই সংরক্ষণের সুপারিশ করা হয়েছে। এ কর্নার স্থাপনের লক্ষ্যে গঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সোমবার কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন, এ্যাডভোকেট নাভানা আক্তার ও ওয়াসিকা আয়শা খান উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় সংসদের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় সংসদ লাইব্রেরিতে উইমেন্স কর্নার স্থাপন সম্পর্কিত প্রতিবেদনের খসড়া চূড়ান্ত করা হয় ও কর্নার স্থাপনের স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত যতগুলো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সেগুলোর ছবিসহ এ্যালবাম সংরক্ষণ ও প্রদর্শন করার সিদ্ধান্ত হয়। বৈঠকে উইমেন্স কর্নারের জন্য আলাদা ওয়েবসাইটসহ জাতীয় সংসদের অফিসিয়াল ওয়েবপেজের সঙ্গে লিংক রাখার সুপারিশ করা হয়।
×