ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে মাদকের টাকা না পেয়ে পিতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৬:০৭, ১৮ এপ্রিল ২০১৬

কেরানীগঞ্জে মাদকের টাকা না পেয়ে পিতাকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৭ এপ্রিল ॥ কেরানীগঞ্জে নেশাগ্রস্ত সন্তান মাদকের টাকা না পেয়ে তার পিতাকে গুলি করে হত্যা করেছে। হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রবিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, তমিজউদ্দিন (২৩) নামের ওই যুবক মাদক সেবনের জন্য পিতার কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সে পিতা মমতাজউদ্দিনকে (৬৪) গুলি করে। ঘটনাস্থলেই মমতাজউদ্দিন মারা যান। নিহতের স্ত্রী উখিলা বেগম জানান, দুুপুরে তিনি ও তার স্বামী বাসায় বসে কথা বলছিলেন। এমন সময় ছোট ছেলে তমিজউদ্দিন ঘরে ঢুকে বাবার কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় বাপ ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে তমিজউদ্দিন তার বাবার বুকে গুলি করে পালিয়ে যান। স্থানীয়রা জানান, মমতাজউদ্দিনের ৪ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার ছোট তমিজউদ্দিন। তমিজউদ্দিন বখাটে প্রকৃতির এবং নেশাগ্রস্ত। কাজ কর্ম না করে সন্ত্রাসী কর্মকা- করে বেড়ায়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউছ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নেশার টাকা না পেয়ে পিতাকে গুলি করে হত্যা করে তমিজউদ্দিন। ঘটনার পর পরই সে পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, গত ৩১ মার্চ ইউপি নির্বাচনে কেরানীগঞ্জের মধুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে সন্ত্রাসী রানা মোল্লার নেতৃত্বে শুভ কাজী নামে এক শিশুকে গুলি করে হত্যা করা হয়। তখন রানা মোল্লার সঙ্গে তমিজউদ্দিনও ওই হামলায় অংশ নেয়। রানা মোল্লার সহযোগী হিসেবে সে কাজ করে থাকে।
×