ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সৌদি থেকে ফিরতে চান রওশন আরা

প্রকাশিত: ০৪:৫৩, ১৮ এপ্রিল ২০১৬

সৌদি থেকে ফিরতে চান  রওশন আরা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সংসারের অভাব দূর করে মেয়েকে ডাক্তারি পড়াতে সরকারীভাবে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে গিয়ে ফেঁসে গেছেন কুড়িগ্রাম শহরের পুরাতন রেজিস্ট্রিপাড়ার রিক্সাচালক আব্দুল খলিলের স্ত্রী রওশন আরা বেগম। গত ২৫ অক্টোবর দুই বছরের জন্য গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে যান তিনি। রিয়াদে গৃহকর্মীর কাজে যোগদানের পর সকাল থেকে রাত ১২টা পর্যন্ত কঠোর পরিশ্রম ও মানসিক নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পরিবারের লোকজনের অভিযোগ, তাদের সঙ্গে ঠিকমতো কথাও বলতে দেয় না গৃহকর্তা। এদিকে, রওশন আরা বেগমের অসুস্থতার খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে তার মেয়ে খাদিজা আক্তার ও ছেলে আব্দুর রহিম। রওশন আরার বৃদ্ধ বাবা সোলেমান আলী ও মা রেজিয়া খাতুন খাওয়া-দাওয়া ছেড়ে শয্যাশায়ী হয়েছেন। অসুস্থ রওশন আরাকে ফিরিয়ে আনতে জেলা প্রশাসক, কর্মসংস্থান ও জনশক্তি অফিস, রিক্রুটিং এজেন্সিসহ বিভিন্ন দফতরে যোগাযোগ ও লিখিত আবেদন করেও কোন ফল পাচ্ছেন না পরিবারের লোকজন। এ অবস্থায় উপায়ন্তর না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন রওশন আরার স্বজনরা। সরকারসহ সংশ্লিষ্ট সকল বিভাগের কাছে রওশন আরাকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনার আকুল আবেদন জানিয়েছেন তারা। রওশন আরার মেয়ে খাদিজা আক্তার জানান, আমার মা ফোন করে বলেছে তিনি অসুস্থ। কিন্তু তার কোন চিকিৎসা করানো হচ্ছে না। ফোনে কথা বলতে চাইলে ফোনও দেয়া হয় না। ফোন কেড়ে নেয়। নির্যাতনের কথা বাড়িতে জানাতে নিষেধ করেছে। আমার মা ভয়ে কিছু বলতে সাহস পায় না। শুধু বলে আমি আর এখানে থাকতে চাই না। যে করেই হোক আমাকে নিয়ে যাও। রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা বেগম জানান, রওশন আরাকে ফিরিয়ে আনতে তার পরিবারের আবেদন পেয়েছি। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
×