ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফিন্যান্স ও ব্যাংকিং

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:১৫, ১৮ এপ্রিল ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. পরিচালনা ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি তৈরি হয়? ক) ব্যবসায়িক ঝুঁকি খ) আর্থিক ঝুঁকি গ) মৌলিক ঝুঁকি ঘ) ফটকা ঝুঁকি ২. নিচের কোনটি মুদ্রাবাজার হাতিয়ার হিসেবে বিবেচিত হয়? ক) বাণিজ্যিকপত্র খ) শেয়ার গ) বন্ড ঘ) মিউচ্যুয়াল ফান্ড ৩. স্থায়ী সম্পত্তি হলো- র. জমি রর. দালানকোঠা ররর. কাগজ ও কালি নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪. মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ নয় কোনটি? ক) নগদ প্রবাহ প্রাক্কলন খ) বাট্টা হার নির্ধারণ গ) মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ ঘ) গড় মুনাফা হার নির্ধারণ ৫. ব্যাংক ঋণ প্রদানের সময় ঋণগ্রহীতার যে দিকসমূহ বিবেচনা করে তাহলো- র. সততা রর. পর্যাপ্ত জামানত ররর. আর্থিক স্বচ্ছলতা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র, রর ও ররর ঘ) ররর ৬. অর্থবাজারকে স্থিতিশীল করা হয় কীভাবে? ক) ঋণ নিয়ন্ত্রণ করে খ) মুদ্রাবাজারকে নিয়ন্ত্রণ করে গ) জনকল্যাণমূলক কাজ করে ঘ) মূলধন গঠনে সাহায্য করে ৭. প্রকল্প ‘ক’ এর পে-ব্যাক সময় কত? ক) ২ বছর খ) ২.৫ বছর গ) ৩ বছর ঘ) ৩.৫ বছর ৮. সাধারণ মূলধনের ব্যয় নির্ণয় করা জটিল ।করণ- র ভবিষ্যতে প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ করা দূরুহ কাজ রর ভবিষ্যতে কোম্পানির আয় এবং লভ্যাংশ বৃদ্ধির হার অনুমান করা কঠিন কাজ ররর ভবিষ্যতে শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টন করা দুর্বোধ্য কাজ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. ব্যাংক কীসের মাধ্যমে বিল ভাঙিয়ে থাকে? ক) কমিশনের খ) কিস্তির গ) বিনিময়ের ঘ) বাট্টার ১০. সোহেল সাহেব তার কোম্পানির ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত দিয়েছেন। এক্ষেত্রে তার প্রয়োজন হবে- র. কোম্পানির আয়ের উৎস রর. রপ্তানিকারীরা ররর. কুটির শিল্পীরা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ১১. গড় মুনাফা পদ্ধতির সবচেয়ে বড় সীমাবদ্ধতা কোনটি? ক) অর্থের সময় মুল্যকে বিবেচনা না করা খ) নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহার করা গ) সব নগদ প্রবাহকে সমমূল্যের বিবেচনা করা ঘ) প্রকল্পের মুনাফা পরিমাপ না করা ১২. সেলিমকে ব্যবসায়ের জন্য তহবিল সংগ্রহে বিবেচনা করতে হবে- র তহবিল উৎসের খরচ রর তহবিল উৎসের ঝুঁকি ররর অর্থায়নের প্রয়োজনের ধরন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৩. ব্যাংকে টাকা জমা রাখাকে ঝুঁকিহীন বিনিয়োগ বলা হয় কেন? ক) অতিরিক্ত অর্থের প্রয়োজন কেটায় বালে খ) ঋণ পাবার নিশ্চয়তা থাকে বলে গ) সময়মতো নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় বলে ঘ) আমানতের সর্বোচ্চ নিরাপত্তা থাকে বলে ১৪. বন্ধকি ঋণের মাধ্যমে ব্যাংকের সাথে মক্কেলের কোন ধরনের সম্পর্কে সৃষ্টি হয়? ক) দাতা ও গ্রহীতা খ) ডেবিট-ক্রেডিট গ) চুক্তিবদ্ধ ঘ) প্রতিনিধির ১৫. ব্যবসায় একটি- ক) লাভজনক ব্যবসায় খ) সম্ভাবনাময় ব্যবসায় গ) ঝুঁকিবহুল ব্যবসায় ঘ) মূলধনের ব্যবসায় ১৬. ঋণ মূলধন ব্যবহার করলে নিচের কোনটি সৃষ্টি হয়? ক) মুনাফা পরিশোধের দায় খ) সুদ ও উক্ত অর্থ পরিশোধের দায় গ) লভ্যাংশ পরিশোধের দায় ঘ) ঋণ পরিশোধের দায় ১৭. শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করে কোন ধরনের ব্যবসায় সংগঠন? ক) অতি ক্ষুদ্র খ) ক্ষুদ্র গ) মাঝারি ঘ) বড় ১৮. কোন উৎস হতে কী পরিমাণে এবং কীভাবে তহবিল সংগ্রহ করা হবে অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে কেন? ক) সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য খ) অধিক তহবিল সংগ্রহের জন্য গ) প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধির জন্য ঘ) কার্জ পরিধি বৃদ্ধির জন্য ১৯. কার দ্বারা গ্রাহক দেউলিয়া ঘোষিত হয়? ক) পাওনাদার খ) দেনাদার গ) বাংলাদেশ ব্যাংক ঘ) আদালত ২০. তহবিল সংগ্রহের ব্যবস্থাপনা ও বন্টনকে কী বলে? ক) অর্থায়ন খ) আবন্টন গ) মূলধন ঘ) মুনাফা ২১. ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি তৈরি হয়? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ২২. যেকোনা প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বিভিন্ন তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায়- র মুনাফা থেকে ঋণের সুদ বাদ দেয়ার পর রর সরকারকে প্রদেয় ট্যাক্স বাদ দেয়ার পর ররর মুনাফার একটা অংশ ভবিষ্যৎ তহবিলে জমা রাখার পর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ২৩. নগদ আন্ত:প্রবাহ যদি প্রারম্ভিক বিনিয়োগ বা নগদ বহি:প্রবাহ থেকে বেশি হয় তাহলে বিনিয়োগটি- ক) লাভজনক খ) অলাভজনক গ) গতানুগতিক ঘ) অগ্রহণযোগ্য ২৪. ভবিষ্যৎ মূল্য=বর্তমান মূল্য (১ + সুদের হার )মেয়াদ সূত্রটি কোন পদ্ধতির অন্তর্গত? ক) বাৎসরিক চক্রবৃদ্ধি খ) বাৎসরিক বাট্টাকরণ গ) প্রক্রত সুদের হার ঘ) চক্রবৃদ্ধি হার ২৫. ভবিষ্যতে একটি কোম্পানি কী পরিমাণ লভ্যাংশ দিবে তা কিসের ওপর নির্ভর করে? ক) ভবিষ্যতের বিনিয়োগের উপর খ) কোম্পানির ইচ্ছার উপর গ) ভবিষ্যতে অর্জিত মুনাফার উপর ঘ) ম্যানেজারের উপর ২৬. ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলো- র. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করা অনিশ্চয়তা কমানো সম্ভব রর. ঝুঁকি পরিমাপযোগ্য বলে ব্যবসায় প্রতিষ্ঠান একে কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে ররর. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. ক্রেতা নির্দিষ্ট সময় পরে বিক্রেতাকে অর্থ পরিশোধের যে অঙ্গীকার করে তাকে কী বলে? ক) চুক্তিপত্র খ) চালান গ) ভাউচার ঘ) বিনিময় বিল ২৮. মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে- র মেয়দকে ১২ দিয়ে গুণ করতে হয় রর সুদের হারকে ১২ দিয়ে ভাগ করতে হয় ররর মেয়াদকে ১২ দিয়ে ভাগ করতে হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. লভ্যাংশ১ শেয়ার মূল্য০ এবং লভ্যাংশ বৃদ্ধির হার দ্বারা সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় হয়- র মূল্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে রর স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে ররর একক লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩০. মি. সাজ্জাদ কীভাবে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থসংস্থান করে সঠিক বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারে? ক) উচ্চশিক্ষা অর্জন করে খ) অধিক তহবিল সংগ্রহ করে গ) অর্থায়ন ব্যবস্থাপনাবিষয়ক জ্ঞান দিয়ে ঘ) অধিক জনশক্তি ব্যবহার করে ৩১. দৈনন্দিন খরচ নয়- র যন্ত্রপাতি ক্রয় রর বেতন প্রদান ররর ভাড়া প্রদান নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৩২. বড় ব্যবসায় প্রতিষ্ঠনগুলো অর্থসংস্থান করে- র শেয়ার বিক্রয়ের মাধ্যমে রর প্রাইজবন্ড বিক্রয়ের মাধ্যমে ররর ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. মেয়াদকাল বা বছর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? ক) স খ) হ গ) র ঘ) চঠ ৩৪. অর্জিত মুনাফা হতে কী বাদ দিয়ে তহবিলের উৎস নির্ধারণ করা হয়? ক) উত্তোলনের সুদ খ) মূলধনের সুদদ গ) প্রাপ্য বিল ঘ) ঋণের সুদ ৩৫. ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলো- র. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে অনিশ্চয়তা কমানো সম্ভব রর. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি ররর. ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. সাধারণত কোম্পানি নিয়মিত নগদ প্রবাহ দিয়ে প্রতি বছর কী প্রদান করে থাকে? ক) মূলধন খ) বাহ্যিক ঋণ মুলধন গ) সুদ ঘ) আর্থিক ৩৭. নাজমুল সাহেব শপিং শেষ করে টাকা পরিশোধ করেন ব্যাংক চেকের মাধ্যমে । এখানে ব্যাংক চেক কী হিসেবে ব্যবহৃত হয়েছে? ক) বিনিময়ের মাধ্যমে খ) মূল্যের পরিমাপক গ) মূল্য স্থানান্তরের বাহন ঘ) তারল্যের মান ৩৮. চেক, ভ্রমণকারীর চেক ও পে-অর্ডারের মাধ্যমে - র. মুনাফা বৃদ্ধির পথ সুগম হয় রর. আর্থিক ঝুঁকি হ্রাস পায় ররর. অর্থ স্থানান্তর কার্য সহজ হয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৩৯. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কী? ক) বিনিয়োগের সুষ্ঠ ব্যবহার খ) তারল্য অর্জন গ) সুষ্ঠু ব্যবস্থাপনা ঘ) মুনাফ অর্জন ৪০. অভ্যন্তরীন তহবিল উৎসকে দুভাবে ভাগ করা যায়।একটি মালিকানাভিত্তিক অপরটি- ক) মূলধনভিত্তিক খ) ঋণভিত্তিক গ) মুনাফাভিত্তিক ঘ) সুনামভিত্তিক ৪১. নিচের কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস? ক) ঋণ খ) ঋণপত্র গ) লিজিং ঘ) মূলধনী বাজারের প্রতিষ্ঠান ৪২. রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবের সুবিধা নিয়ে থাকে- র. আমদানিকারীরা রর. রপ্তানিকারীরা ররর. কুটির শিল্পীরা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪৩. নিচের কোন ব্যক্তি ১৯৭০ এর দশকে কারবারি অর্থায়নকে নানা তত্ত্বের বিশ্লেষণে সমৃদ্ধ করেছিলেন? ক) অ্যাডাম স্মিথ খ) কেইল গ) মার্টন মিলার ঘ) কিলার ৪৪. মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলেও অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য- ক) গ্রাহকদের বিভিন্নমুখী সেবা দান খ) মূলধন গঠন গ) মুদ্রা সরবরাহ ঘ) শাখা ব্যাংকিং ব্যবস্থা ৪৫. নাহিদ কলেজের সামনে একটি বইয়ের লাইব্রেরি দিয়েছে। প্রথম দিকে শুধু পাঠ্যবই বিক্রি করলেও নাহিদ এখন উপন্যাস,চাকরির বইসহ অন্যান্য বই বিক্রির প্রধান কারণ কোনটি? ক) উপযুক্ততার নীতি খ) ঝুঁকি বন্টন নীতি গ) মুনাফার নীতি ঘ) তারল্য নীতি ৪৬. একমালিকানা ব্যবসায়ের হিসাব খোলার ক্ষেত্রে কোনটি প্রদান করতে হয়? ক) স্মারকলিপি খ) প্রাথমিক জমা গ) নিবন্ধনপত্র ঘ) ট্রেড লাইসেন্স ৪৭. উপার্জিত আয় হতে যাবতীয় খরচ বাদ দিলে কী পাওয়া যায়? ক) আয় খ) ব্যয় গ) লভ্যাংশ ঘ) মুনাফা উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: * সীমান্ত কম ঝুঁকিপূর্ণ একটি খাতে ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেছে যার দলিলে পরিপক্বতার তারিখ উল্লেখ রয়েছে। কিছুদিন পর বাজারে সুদের হার বেড়ে যাওয়ায় সীমান্ত বেশ শঙ্কায় পড়েন। ৪৮. পরিচালনা ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি তৈরি হয়? ক) সাধারন শেয়ারে খ) বন্ডে গ) অগ্রাধিকার শেয়ারে ঘ) ডিবেঞ্চারে ৪৯. নিচের কোনটি মুদ্রাবাজার হাতিয়ার হিসেবে বিবেচিত হয়? ক) সুদের পরিমাণ কমে যাবে বলে খ) পরিচালনার খরচ পরিশোধে অক্ষমতা সৃষ্টি হবে বলে গ) বিনিয়োগের মূল্য কমে যাবে বলে ঘ) দউলিয়া হবার আশঙ্কা রয়েছে বলে ৫০. স্থায়ী সম্পত্তি হলো- র. জমি রর. দালানকোঠা ররর. কাগজ ও কালি নিচের কোনটি সঠিক? ক) ব্যবসায়িক ঝুঁকি খ) আর্থিক ঝুঁকি গ) তারল্য ঝুঁকি ঘ) সুদ হারের ঝুঁকি সঠিক উত্তর: ১. (ক) ২. (ক) ৩. (খ) ৪. (ঘ) ৫. (গ) ৬. (ক) ৭. (খ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (খ) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (ক) ২১. (ক) ২২. (ক) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (ঘ) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (ঘ) ৩৫. (গ) ৩৬. (গ) ৩৭. (ক) ৩৮. (গ) ৩৯. (ঘ) ৪০. (গ) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (গ) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (ঘ) ৪৮. (ক) ৪৯. (ক) ৫০. (খ)
×