ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলা চলবে ১৯ এপ্রিল পর্যন্ত

প্রকাশিত: ০৬:০১, ১৭ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলা চলবে ১৯ এপ্রিল পর্যন্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা আগামী ১৯ এপ্রিল পর্যন্ত চলবে। শুক্রবার সন্ধ্যায় পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে আয়োজকরা এ ঘোষণা দেন। সমাপনী অনুষ্ঠানে সেরা প্যাভিলিয়ন, সেরা স্টল মালিকদের পুরস্কৃত করা হয়। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির বলেন, কার্যক্ষেত্রে আর কথায় কিন্তু মিল নেই। সারারাত আবর্জনা অপসারণ করে পুরো নগরী পরিচ্ছন্ন করলেও বেলা বাড়তে বাড়তে অপরিচ্ছন্ন হয়ে যায়। সিটি কর্পোরেশন যতই পরিকল্পনা কিংবা উদ্যোগ নিক, জনগণের সহযোগিতা ও সচেতনতা ছাড়া সফল হবে না। পরে তিনি মেলায় অংশ নেয়া সেরা প্যাভিলিয়ন ও স্টলের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন। এবার প্রাণ আরএফএল গ্রুপ, টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ডারি লিমিটেড, আখতার ফার্নিচারস লিমিটেড, হাতিল কমপ্লেক্স লিমিটেড, আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেড, অপপো বাংলাদেশ কমিউনিকেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিএনএল হোল্ডিংস লিমিটেড, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং পার্টনার কান্ট্রি থাই প্যাভিলিয়নকে পুরস্কৃত করা হয়।
×