ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিমিষেই বিলীন দুই শ’ মিটার সেতু

প্রকাশিত: ০৩:৪৩, ১৭ এপ্রিল ২০১৬

নিমিষেই বিলীন দুই শ’ মিটার সেতু

জাপানে শুক্রবারের ভূমিকম্পে কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে ২০০ মিটার দীর্ঘ আসো-ওহাহি সেতু। খরস্রোতা কুরকাওয়া নদীর ৮০ মিটার উপরে ১৯৭১ সালে মিনামো-আসো গ্রামে নির্মিত এ সেতুর ওপর দিয়েই কিয়েতো বিশ্ববিদ্যালয়, আসো বিশ্ববিদ্যালয় ও অগ্নুৎপাত বিষয়ক একটি গবেষণাগারে যেতে হয়। খবর ওয়েবসাইটের। স্থানীয়রা জানান, মাত্র কয়েক সেকেন্ডে এত বড় স্থাপনা ধসে শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা হতবাক হয়ে পড়েছেন। এটি সত্যিই অকল্পনীয়। মাত্র কয়েক সেকেন্ডে একটি সেতু এভাবে হারিয়ে যায়! বিস্ময় ঝরে আসো শহরের বাসিন্দা মিয়াজুকি তাকানার। একটি নিত্যপণ্যের দোকানে খ-কালীন এ চাকুরে জানান, ভূমিকম্পের কিছুক্ষণ আগেই নিজের বাড়ি আসার পথে সেতুটি পার হয়েছিলেন তিনি। দোকান থেকে বাসায় আসার পর মনে পড়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস ফেলে এসেছি। সেটি নিতে আবারও দোকানে যাব এমন সময়ই ভূমিকম্প হয়। কয়েক সেকেন্ডের সেই ভূমিকম্পের পর ফিরতি পথে গিয়ে দেখি সেতুটি মিলিয়ে গেছে, বলেন মিয়াজুকি। ৭ দশমিক ৩ মাত্রার সর্বশেষ ওই ভূমিকম্পে পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ কুমামতো প্রদেশ ও এর আশপাশের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানান মিয়াজুকি। অধিকাংশ দালান ক্ষতিগ্রস্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে স্কুলছাত্র নিহত ভারতের কাশ্মীর রাজ্যেও কুপওয়ারার এলাকায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে স্কুলের একাদশ শ্রেণীর এক ছাত্র নিহত ও অপর সাতজন আহত হয়েছেন। সেখানে এক বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটেছে। নিহত ছাত্রের নাম আরিফ আহমেদ দার (১৮)। খবর দ্য হিন্দুর। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি শিবির লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকলে নিরাপত্তা বাহিনী গুলি ছোড়ে। এ সময় অপর তিনজনের সঙ্গে আরিফও গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। রাজ্যের রাজধানী শ্রীনগর থেকে এক শ’ কিলোমিটার দূরের কুপওয়ারার আরেকটি ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও চারজন আহত হন। কাশ্মীরে গত চারদিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হলেন। তিন দিন আগে মঙ্গলবার শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরের হান্দারা শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে উদীয়মান একজন ক্রিকেটার ও একজন বৃদ্ধাও রয়েছেন। ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ সহিংসতা শ্রম আইন সংস্কার শ্রম সংস্কারকে কেন্দ্র করে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে প্যারিসে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রম আইন সংস্কারকে শ্রমিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে একটি হুমকি হিসেবে দেখা হচ্ছে। শনিবার ফরাসী পুলিশ এসব কথা জানায়। ‘আপ অল নাইট’ বিক্ষোভের জন্য শুক্রবার রাতে প্রায় তিন হাজার লোক প্যালেস ডি লা রিপাবলিকে জড়ো হয়। শ্রম সংক্রান্ত সরকারী একটি বিলকে কেন্দ্র করে ৩১ মার্চ থেকে এ বিক্ষোভ চলছে। প্যারিস পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, রাতে প্রায় এক শ’ বিক্ষোভকারী আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ও বোতল নিক্ষেপ করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ ও শক্তি প্রয়োগ করে। -এএফপি
×