ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৫:৪৪, ১৬ এপ্রিল ২০১৬

মাদারীপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৫ এপ্রিল ॥ মাদারীপুরে মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে শুক্রবার ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় অর্ধশত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের প্রায় ১০ বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। এতে কমপক্ষে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে। পুলিশ মস্তফাপুর এলাকা থেকে ১০ জনকে আটক করেছে। মাদারীপুর সদর থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী কুদ্দুস মল্লিক নৌকা প্রতীক এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন খান আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। এ নির্বাচনে ৩৫০ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী কুদ্দুস মল্লিক জয়লাভ করে। কিন্তু বিদ্রোহী প্রার্থী সোহরাব খান আওয়ামী লীগের প্রার্থী কুদ্দুস মল্লিকের বিরুদ্ধে জাল ভোট দিয়ে জয়ী হওয়ার অভিযোগ এনে নির্বাচনের দিন বিকেল থেকেই কোন্দলে জড়িয়ে আছে। সেই কোন্দলের জের ধরেই শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষ মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী, জয়ার, বালিয়া ও আমবাড়িসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। কয়েক দফা সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। সংঘর্ষের সময় এলাকার ১০ বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মস্তফাপুর থেকে ১০ জনকে আটক করেছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থমথমে পরিস্থিতি বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের গুরুতর আহতরা হলো আজগর মাতুব্বর, কবির সরদার, ইলিয়াস হাওলাদার, হাবিব হাওলাদার, ফারুক শরীফ, রেকাত আলী শরীফ, ইদ্রিস মাতুব্বর, মনির মাতুব্বর, আলমগীর হাওলাদার, বাবু তালুকদার, লুৎফর কাজী, সাইফ আলী বেপারী, সাইফুল ইসলাম, জুয়েল প্রমুখ। মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু সফার বলেন, গুলিবিদ্ধ বাদল মীর (৩০), শাহ আলম (২৮), আরিফ হাওলাদার (৩০), শওকত হাওলাদার (৩২) এবং সাইফুল ইসলাম (৩১)কে ফরিদপুর ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন,পরিস্থিতি এখন সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মস্তফাপুর গ্রাম থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
×