ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০৪:০৫, ১৬ এপ্রিল ২০১৬

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পহেলা বৈশাখ উপলক্ষে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে একটি ক্লাব ঘর ভাংচুর এবং নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের সানলাইট ক্লাবের আয়োজনে নববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা পহেলা বৈশাখ বৃহস্পতিবার বিকেলে বড়মগড়ার দক্ষিণপাড়ে অনুষ্ঠিত হয়। খেলার আম্পেয়ার খোকন বালার দেয়া একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে বড়মগড়া গ্রামের দক্ষিণপাড় এবং উত্তরপাড় গ্রামের খেলোয়ার ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষুব্ধরা সানলাইট ক্লাব ভাংচুর করে। ছাদ ভেঙ্গে গৃহবধূর মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুরে বাড়ির ছাদ ভেঙ্গে কোহিনুর বেগম (৩০) নামের এক গৃৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আড়ইল গ্রামের সাইদুর রহমানের স্ত্রী বলে জানা গেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার আড়ইল গ্রামের পূর্বপাড়ায় সাইদুর রহমানের স্ত্রী কোহিনুর বেগম সকালে মরিচ শুকানোর জন্য বাড়ির গেট সংলগ্ন ছাদে মই লাগিয়ে উঠার চেষ্টা করলে ছাদটি ভেঙ্গে তার গায়ের উপরে পড়ে। এ সময় তার মাথা ও নাক ফেটে ব্যাপক রক্তক্ষরণ হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় পুঠিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আওয়ামী লীগ নেতার ওপর হামলা নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ১৫ এপ্রিল ॥ কালকিনিতে ভ্যানস্টান্ডের ইজারা নিয়ে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোঃ বেল্লাল হোসেনের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। জানা গেছে, থানার সামনে ভ্যানস্টান্ডের ইজারা তিন লক্ষাধিক টাকা দিয়ে ক্রয় করেন বেল্লাল হোসেন। এ ইজারা বেশি দামে ক্রয় করার কারণে পূর্বের ইজারাদার মোঃ বিপ্লব হোসেন ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে অর্তকিত হামলা চালায়। এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৫ এপ্রিল ॥ ঝিনাইদহ সদর উপজেলার বুজিতলা-শিকারপুর থেকে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, দক্ষিণ শিকারপুর গ্রামের ঠাকুর সরকারের ছেলে কুমোদ সরকার ও একই গ্রামের ডালিম বিশ্বাসেলের ছেলে মাধব বিশ্বাস। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বুজিতলা গ্রামের জনৈক দিপঙ্কর নামের এক ব্যক্তির বাড়ি থেকে ১টি সার্টারগান, ২ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করা হয়। বৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বৃহস্পতিবার কৃতী শিক্ষার্থী বৃত্তি প্রদান করা হয়েছে। প্রিন্সিপাল আবুল কাসেম বৃত্তি পেয়েছে সরকারী হরগঙ্গা কলেজের ছয় জন। উচ্চ মাধ্যমিক পর্যায়ের তিনজনকে ১০ হাজার টাকা করে এবং সম্মান পর্যায়ে তিন জনকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাসেম। অধ্যক্ষ ড. মীর মাহফুজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সাহেদুল কবির ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুল হামিদ মোল্লা। ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক আটক সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১৫ এপ্রিল ॥ দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট রেলস্টশেন ও জয়নগর সীমান্ত থেকে ১৩০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ রুস্তম আলী (২৮) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিপি। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়। রুস্তম উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত্য নুরুল ইসলামের ছেলে। তিন ভাইকে হত্যার চেষ্টা নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ এপ্রিল ॥ পূর্ব শত্রুতার জের ধরে সাভারে তিন সহোদরকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার ভোরে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো- যাদুরচড় এলাকার বাবুল মিয়ার ছেলে জুয়েল (৩২), রতন মিয়া (৩০) ও শিপলু (২৮)। আহতাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা করেছে। বাবুল মিয়া জানান, ভোরে তার ৩ ছেলে হেমায়েতপুরে এক নিকট আত্মীয়র বাসা থেকে বাড়ি ফেরার পথে যাদুরচর এলাকায় পৌঁছলে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ফয়সাল ও তার লোকজন তাদের ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। কৃষকের আত্মহত্যা সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১৫ এপ্রিল ॥ দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুরে রবিউল ইসলাম (৬০) নামের এক কৃষক পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে বাড়ির পার্শ্ববর্তী মাঠে এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার শ্যামপুর গ্রামের মৃত্য মোহাম্মদের ছেলে। দুস্থ শিশুদের কাপড় প্রদান নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৫ এপ্রিল ॥ ফরিদপুর রোটারি ক্লাব বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ষবরণ উপলক্ষে শহরের বিভিন্ন বস্তির ৩০ দুস্থ শিশুকে কাপড় প্রদান করেছে। এছাড়া শিশুদের তরমুজ, বাঙ্গী ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। ফরিদপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ডাঃ এম এ জলিলের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল, গোলাম রব্বানী ভূইয়া রতন, কাজী মাহমুদুল হাসান মন্টু, রোটারিয়ান আলমগীর ভূইয়া প্রমুখ। দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৫ এপ্রিল ॥ রূপগঞ্জে দুই সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুই প্রবাসীর ঘরে থাকা স্বর্ণালঙ্কার, টাকাসহ মালপত্র লুটে নিয়েছে। এ সময় বাড়ির গৃহিণীদের পিটিয়ে আহত করা হয়। বৃহস্পতিবার মধ্যে রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের পুবেরগাঁও এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা। ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা জানান, রাত ২টার দিকে ১২ থেকে ১৫ জনের ডাকাতদল মাইক্রোবাসযোগে এসে পুবেরগাঁও এলাকার সৌদি প্রবাসী ইসমাইল হোসেন ও ইকবাল হোসেনের ঘরের কেচি গেটের তালা ও দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির গৃহিণী কুলসুম বেগম, হাজেরা বেগম, শিশু সিয়ামসহ পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় স্টীলের আলমারি ভেঙ্গে ১৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা, দুটি এলইডি টেলিভিশন, মোবাইল সেটসহ বিভিন্ন মালপত্র লুট করে। বিদ্যুতস্পৃষ্টে নিহত তিন নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৫ এপ্রিল ॥ বাংলা নববর্ষের প্রথম দিনে ভৈরবের পল্লীতে মাছের ঘেরের বিদ্যুতের তারে জড়িয়ে মহিলাসহ দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দুলাল খাঁ (৬০) ও তারই ছোট ভাই খিজির খাঁর স্ত্রী লিজা বেগম (২৮)। স্বজনরা জানায়, ৩টার দিকে বাড়ির পাশে মাছের ঘেরে কাঁদা মাটি আনতে যায় তিন সন্তানের জননী লিজা বেগম। এ সময় সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। বিষয়টি তার বাসুর দুলাল খাঁর নজরে পড়ে। লিজাকে উদ্ধার করতে ছুটে যান তিনি এবং তার হাত ধরলে তিনিও বিদ্যুতস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। ভোলা নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা থেকে জানান, ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ গ্রামে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাবলু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বাবলু উপজেলার ওসমানগঞ্জ গ্রামের সিরাজের ছেলে। ভূমিকম্প আতঙ্কে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা), ১৫ এপ্রিল ॥ দুর্গাপুরে বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা কৃষক যতীন্দ্র দেবনাথ (৬৫) বুধবার সন্ধ্যা ৭.৫৫ মিঃ এর সময় ভূমিকম্পে কেঁপে উঠলে আতঙ্কিত হয়ে মারা যায়। পারিবারিক সূত্রে জানা যায়, কৃষক যতীন্দ্র দেবনাথ তার গ্রামের বাড়ির বিছানায় শুয়ে থাকা অবস্থায় ভূমিকম্পের সময় আতঙ্কে তার মৃত্যু হয়। নওগাঁয় গরমে অতিষ্ঠ জনজীবন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ এপ্রিল ॥ প্রচ- তাপদাহ এবং ভ্যাপসা গরমে জেলার সর্বত্র জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিয়েছে শিশুসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষের মধ্যে জ্বর, ডায়রিয়া এবং গুটিবসন্তের প্রকোপ। গত এক সপ্তাহে প্রচ- তাপদাহে জেলা সদরের বুকচিরে বয়ে যাওয়া ছোট যমুনা নদী ও মহাদেবপুর উপজেলা সদরের বুক চিরে বয়ে যাওয়া আত্রাই নদীসহ জেলার পুকুর ও খালবিল প্রায় পানিশূন্য পয়ে পড়েছে। প্রচ- গরম ও তাপদাহে ওইসব জলাশয়ের পানিতে থাকা সাপ, পোকা-মাকড় এবং বিভিন্ন প্রজাতির মাছ মরে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
×