ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মায়ের কোল থেকে শিশু ছিনিয়ে নেয়ার চেষ্টা

প্রকাশিত: ০৯:০৫, ১৪ এপ্রিল ২০১৬

মায়ের কোল থেকে শিশু ছিনিয়ে নেয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মায়ের কোল থেকে এক শিশুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে শাহাজউদ্দীন নামের এক ব্যক্তি। এ সময় উপস্থিত লোকজন তাকে আটক করে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর (আনসার) হাতে তুলে দেয়। মঙ্গলবার রাত পৌনে ১২টার সময় ঢাকা মেডিক্যালের ১১০ নাম্বার ওয়ার্ডের সামনে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যালের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক বলেন, হাসপাতালে মায়ের কোল থেকে শিশু ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে একজনকে আটক করা হয়েছে। তার নাম শাহাজউদ্দীন। তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। মিথ্যাচারের শাস্তি ॥ আদালতে মিথ্যা তথ্য দিয়ে শেষরক্ষা করতে পারেননি বাবুল। শেষ পর্যন্ত তিনি ধরা পড়লেন। পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। জানা যায়, চারবছর আগে জালনোট ও তা বানানোর সরঞ্জামসহ ধরা পড়ার পর ভুল ঠিকানায় জামিন নিয়ে অভিযোগপত্র থেকে বাদ পড়া এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। বাবুল ওরফে বাবু নামে মামলাটির এজাহারভুক্ত ওই আসামিকে সোমবার ঢাকার যাত্রাবাড়ীর বাসা থেকে গ্রেফতার করা হয়।
×