ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে ধর্ষণ চেষ্টা মামলা ॥ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:০৭, ১৩ এপ্রিল ২০১৬

রাঙ্গাবালীতে ধর্ষণ চেষ্টা মামলা ॥ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লিটু ও তার দুই সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের করেছেন রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মামলার বাদী তিন সন্তানের মা অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে তা প্রত্যাহারের জন্য লিটু ও তার বাহিনী তাকেসহ পরিবারের সদস্যদের একের পর এক হুমকি দিচ্ছেন। মামলা প্রত্যাহার করা না হলে পরিবারের সবাইকে ভিটে ছাড়া করারও হুমকি দেয়া হচ্ছে। অব্যাহত হুমকির কারণে পরিবার নিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন। যুব মহিলা লীগের ৩৬ বছর বয়স্ক ওই নেত্রী দায়ের করা মামলায় অভিযোগ করেন, গত ২৬ মার্চ রাতে তার স্বামী সেলিম গাজী মাছ শিকার করার জন্য বের হয়। এ সুযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটু ও তার দুই সহযোগী রুবেল ও রিয়াজকে বাইরে পাহারায় রেখে জোর করে ঘরে ঢোকে এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলে লিটু বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেয় এবং এক পর্যায়ে বাড়ি থেকে চলে যায়। এ ঘটনায় ২৭ মার্চ রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে ফিরিয়ে দেয়। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন। এদিকে মঙ্গলবার দুপুরে রাঙ্গাবালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনামুল ইসলাম লিটু লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্থানীয় এমপির পছন্দের প্রার্থী মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হন। এমপি লিটুকে ১০টি মামলার হুমকি দিয়েছেন। এর পরই এমপি এক মহিলাকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট গল্প সাজিয়ে ধর্ষণ চেষ্টার মামলা করিয়েছেন। মামলায় উল্লিখিত ঘটনার দিন এনামুল ইসলাম লিটু অফিসের কাজে ঢাকায় ছিলেন বলেও দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান কবির চান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, রাঙ্গাবালী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস আলম প্রমুখ। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান কবির চান অভিযোগ করে জানান, ইউপি নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেয়ার পর থেকেই এমপির সঙ্গে বিরোধ শুরু হয়েছে। এমপির মদদেই লিটুর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। বকেয়া দাবিতে বরিশাল সিটির কর্মচারীদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্থায়ী আর মাস্টাররোলের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূর করাসহ বকেয়া ৫ মাসের বেতনের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারীরা। এ সময় তারা প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমারের কক্ষ ঘেরাও করে রাখেন। জানা গেছে, সকাল সাড়ে দশটার দিকে অর্ধশতাধিক কর্মচারীরা নগর ভবনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধরা মেয়র আহসান হাবিব কামালসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে সেøাগান দিতে থাকে। একপর্যায়ে বিক্ষুব্ধরা প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষ ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। অবস্থা বেগতিক দেখে বিসিসি কর্তৃপক্ষ থানা পুলিশের সহযোগিতা চায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ কর্মচারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
×