ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বৈশাখী উৎসবে চট্টগ্রাম থাকবে সিসি ক্যামেরার আওতায়

প্রকাশিত: ০৪:০৩, ১৩ এপ্রিল ২০১৬

বৈশাখী উৎসবে চট্টগ্রাম থাকবে সিসি ক্যামেরার আওতায়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বৈশাখী আয়োজনের স্পটগুলো সিসি ক্যামেরা অথবা মেটাল ডিক্টেটরের আওতায় থাকছে। নগরবাসীর নিরাপত্তা দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার সিএমপির পক্ষ থেকে নগরীতে পুরনো বছরকে বিদায় ও নববর্ষকে বরণ উপলক্ষে নগরীর ডিসি হিল, শিরিষতলাসহ বেশ কয়েকটি স্পট পরিদর্শন করা হয়েছে। সামগ্রিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে র‌্যাবের পক্ষ থেকে অনুষ্ঠানকেন্দ্রিক স্পটগুলো এমনকি নগরীর বিভিন্ন সড়কে টহল দল কাজ করবে। সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর ডিসি হিলের পাদদেশে নজরুল স্কয়ার ও সিআরবির শিরিষতলায় আয়োজিত বাংলা নববর্ষ তথা পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিসি হিল ও শিরিষতলায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে ডিসি হিল এলাকায় দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে মূল গেট ও বিকল্প গেটে আগতদের প্রত্যেকের ব্যাগ ও দেহ মেটাল ডিক্টেটর দিয়ে পরীক্ষা করা হবে। এছাড়াও সিআরবি সাত রাস্তার মোড়ে স্থাপিত সিএমপির সিসি ক্যামেরাগুলোকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। জাতীয়করণ হলো কে, এম কলেজ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ এপ্রিল ॥ জাতীয়করণ হলো ভাঙ্গার কাজী মাহবুব উল্লাহ (কে.এম) কলেজ। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সহকারী সচিব নাছিমা খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় কাজী মাহবুব উল্লাহ (কে.এম) কলেজ ২০১৬ সালের ৩০ মার্চ থেকে জাতীয়করণ করা হলো। প্রজ্ঞাপনে ওই কলেজের আত্তীকৃত শিক্ষকবৃন্দ অন্যত্র বদলি হতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে। সাউথ এশিয়ান ভার্সিটিতে ভর্তি পরীক্ষা বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্স, এম ফিল ও পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির নিমিত্তে রবিবার শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ে দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের নেতৃত্বে পরীক্ষা কার্যক্রমটি পরিচালিত হয়। এ সময় কমিশনের সচিব ড. মোঃ খালেদ, যুগ্ম-সচিব ড. মোঃ ফখরুল ইসলামসহ কমিশনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×