ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিবার্তা স্বর্ণপদক পাচ্ছেন ফারুক

প্রকাশিত: ০৪:০৩, ১২ এপ্রিল ২০১৬

বিবার্তা স্বর্ণপদক পাচ্ছেন ফারুক

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি, চিত্রনায়ক ফারুক ‘বিবার্তা স্বর্ণপদক’ পেতে যাচ্ছেন। শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই স্বর্ণপদক তুলে দেয়া হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিবার্তা স্বর্ণপদকের প্রবক্তা ও বিবার্তা টোয়েন্টিফোর ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি। এতে আরও যারা এ পুরস্কার পাচ্ছেন তারা হলেন- চট্টগ্রামের মুক্তিযোদ্ধা রমা চৌধুরী, সাংবাদিকতায় তৌফিক ইমরোজ খালিদী, আইসিটিতে কবির বীণ আনোয়ার এবং ক্রীড়ায় মাশরাফি বিন মোর্তুজা। পুরস্কার তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন। চিত্রনায়ক ফারুক অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আজাদী হাসানাত ফিরোজের ‘ঘরের লক্ষ্মী।’ বিগত বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে আছেন তিনি। পুরস্কারপ্রাপ্তির বিষয়টি অবগত হওয়ার পর অনুভূতি প্রকাশ করে চিত্রনায় ফারুক বলেন, পুরস্কার নিয়ে আমার মনে একটি চাপা ক্ষোভ আছে, যদিও পুরস্কারের প্রতি আমি লালায়িত নই। কিন্তু আমার কর্মই বলে দেবে আমি পুরস্কার পাওয়ার যোগ্য কি না। আমি একজন মুক্তিযোদ্ধা এবং একজন অভিনেতাও। দেশের মানুষের কল্যাণে যুদ্ধ করেছি, মানুষকে বিনোদিত করার জন্য অভিনয় করেছি। এ দুইটি বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মিতার ‘লাঠিয়াল’ চলচ্চিত্রের প্রধান লাঠিয়াল হয়েও পেলাম পাশর্^ চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরবর্তীতে ভাল ভাল চলচ্চিত্রে অভিনয় করেও আমার ভাগ্যে আর কোনদিনই জুটল না জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য বিবার্তা স্বর্ণপদক দিচ্ছে ভেবে খুবই ভাল লাগছে। আমি এদের কাছে ঋণী হয়ে গেলাম। চিরকাল এদের স্মরণ রাখব।
×