ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কানিজ আলমাস খান

বৈশাখের সাজ হালকা হওয়াই উচিত

প্রকাশিত: ০৭:০৬, ১১ এপ্রিল ২০১৬

বৈশাখের সাজ হালকা হওয়াই উচিত

বৈশাখ টা সত্যিকার অর্থেই যেন প্রানের এক উৎসব। খুবটানে এ উৎসব টা। আগে তো উৎসবের সঙ্গে মিশে যেতাম। এখন নানামুখী কারনে খুব একটা হয়ে ওঠেনা। তবে চেষ্টা করি উৎসবের সঙ্গে একাতœতা প্রকাশ করার, কথাগুলো বলছিলেন এ সময়ের জনপ্রিয় বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান। আরও শেয়ার করলেন বৈশাখের সাজ সজ্জা ও নিজের বৈশাখ উদযাপন প্রসঙ্গে। কিভাবে কাটান বৈশাখ: সকালে উঠেই এখন চেষ্টা করি টিভি তে মঙ্গল শোভা যাত্রা টা দেখার জন্য । কারন একটা সময় মঙ্গল শোভা যাত্রা তে অংশ নেয়া নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছিল। কিন্তু এখন তা হয়ে ওঠেনা। তবে মঙ্গল শোভাযাত্রা বেশ উপভোগ করি। তাই টিভিতে শোভা যাত্রাটা দেখে নেই। এরপরই পার্লারে চলে যাই কারণ ওখানে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় আগতদের জন্য। মুড়ি মুড়কি দিয়ে আপ্যায়ন করা থেকে শুরু করে ছোট খাটো উপহার থাকে। সকাল বেলার এই কুশল বিনিময় আমি বেশ উপভোগ করি। এর পর পরই কিছু পারসোনাল প্রোগ্রাম আগে থেকে ঠিক করা থাকে সেখানে অংশ নেই। এবং এর পরপরই বাসায় চলে আসি। কারণ এক বেলা অন্তত পরিবারের সবাই একসঙ্গে খেতে বসি। বিকেল বেলাতেও মেলার উদ্যেশ্যে এখন আর বের হওয়া হয়না। তবে টিভি আমার বিভিন্ন ব্রাঞ্চে ঘুরে সময় পার করে দেই। সাজ সজ্জার ক্ষেত্রে : বৈশাখে আগের মতো একদম সাজুগুজু করে বের হওয়া হয় না। তবে সাজে বৈশাখী ফ্লেভার তো থাকেই। আগের দিনের সাজ এবং এখনকার সাজের পার্থক্য আছে: পার্থক্য তো অনেকই আছে। আগে শুধু সাদা শাড়ি লাল পেড়ে তে ফিট ছিল, সাজ ছিল সামন্যই। কিন্তু এখন পোশাকের ভেরিয়েশন এসেছে। শুধু লাল সাদাতে সীমবদ্ধ নেই। কালার ভেরিয়শনের সঙ্গে ম্যাচ করে মেকআপ নিতে আসে এখন। আগে মেয়েদের ক্ষেত্রে শাড়িই যেন মূল পোশাক ছিল বৈশাখে। এখন সালোয়ার কামিজ কিংবা টপসও পড়ছে। তবে অবশ্যই তাতে বৈশাখী ফ্লেভার থাকে। এ সমযের সাজ কেমন হওয়া উচিত : যেহেতু বেশ গরম তাই প্রথমেই উচিত ত্বক পরিস্কার রাখা। প্রচুর পানি খাওয়া। মেকআপ নিলেও হালকা। ভাড়ি মেকআপ কখনই এ সময়ে নেয়া উচিত নয়। ফাউন্ডেশন টা হালকা করে নিয়ে বেজ ঠিক করে তার উপর ড্রেস কালারের উপর ডিপেন্ড করে ব্রাশ করে নিলেই চলবে। অনেক ধন্যবাদ, বৈশাখী শুভেচ্ছা আপনাকে: আপনাদের জন্যও রইল বৈশাখের প্রানঢালা শুভেচ্ছা। মডেল : সালমান ও মিউম পোশাক : নিপুণ মেকআপ : ওমেন্স ওয়ার্ল্ড
×