ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সাজাপ্রাপ্ত প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৩, ১০ এপ্রিল ২০১৬

রাজধানীতে সাজাপ্রাপ্ত প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে নজরুল ইসলাম নামে এক সাজাপ্রাপ্ত প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে দোলাইপাড় এলাকা থেকে কদমতলী থানা পুলিশ এই প্রতারককে গ্রেফতার করে। গত ২৫ ফেব্রুয়ারি চেক জালিয়াতির পাঁচটি মামলায় প্রতারক নজরুলকে ২১ লাখ টাকা জরিমানা ও চার মাস কারাদ- দেয় ঢাকার একটি আদালত। মামলা চলার সময় থেকেই নজরুল পলাতক ছিল। মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১০ সালে দোকান ক্রয়ের উদ্দেশে নজরুলকে ৩৫ লাখ টাকা দেন মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার চাঠাতিপাড়া গ্রামের রুহুল আমিন বেপারী। এর পর থেকে দোকান বুঝিয়ে না দিয়ে নানা টালবাহানা করতে থাকে নজরুল। এক পর্যায়ে রুহুল আমিন বেপারীর চাপের মুখে ১৫ লাখ টাকা ফিরিয়ে দিয়ে বাকি টাকার বিপরীতে পাঁচটি চেক দেয় এই প্রতারক। পরে রুহুল আমীন বেপারী ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন নজরুলের ওই ব্যাংক হিসাবে কোন টাকা নেই। পরে ২০১৩ সালে ঢাকার একটি আদালতে পাঁচটি মামলা দায়ের করেন রুহুল আমীন বেপারী। মামলা চলাকালেই প্রতারক নজরুলকে গ্রেফতারে পরোয়ানা জারি করে আদালত।
×