ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অনিমার গানে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৪:২৯, ১০ এপ্রিল ২০১৬

অনিমার গানে মুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ শুধু গান আর গানে শ্রোতাদের মুগ্ধ করলেন শিল্পী অনিমা মুক্তি গোমেজ। গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় ছিল দর্শক-শ্রোতাদের সরব উপস্থিতি। নিজের পছন্দের গানের সঙ্গে শ্রোতাদের অনুরোধও সানন্দে গ্রহণ করেন অনিমা। একের পর এক গেয়ে শোনান বাংলার ঐতিহ্যবাহী পল্লীগীতি। শিল্পীর একক এ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। ‘বাড়ির কাছে আরশিনগর’ গানটি দিয়ে শুরু করেন তার পরিবেশনা। এর পর একে একে পরিবেশন করেন বেশকিছু পল্লীগীতি। এগুলো হলো- মানুষ ভজলে সোনার মানুষ হবি, ভেঙ্গে মোর ঘরের চাবি, দেখেছি রূপসাগরে মনের মানুষ, পদ্মার ঢেউ রে, কেন পিরিতি বাড়াইলা, আমার হাড় কালা করলামরে, আমায় এত রাতে কেনে ডাক দিলি, ওকি গাড়িয়াল ভাই, সোহাগ চাঁদ বদনী ধ্বনি, মায়াডোরে বান্ধা পইড়া, তোমায় হৃদমাঝারে রাখিব প্রভৃতি। শিল্পী অনিমা শৈশব থেকেই পল্লীগীতির সঙ্গে সম্পৃক্ত। প্রথমে তালিম নেন শিল্পী মায়া গাঙ্গুলির কাছে। পরে শিল্পী নীনা হামিদ, কৃষ্ণকান্ত আচার্য, মুস্তাফা জামান আব্বাসী, ইন্দ্রমোহন রাজবংশীর মতো প্রথিতযশা শিল্পীদের কাছে প্রশিক্ষণ নেন তিনি। রাজনীতি বিজ্ঞানে পড়াশোনার পাশাপাশি সঙ্গীতের ওপর তার রয়েছে স্নাতকোত্তর ডিগ্রী। বাংলাদেশ বেতার, টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদ, তারা মিউজিক অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত অনিমা। এছাড়া ‘বাস্তব’ নামের এনজিওর প্রতিষ্ঠাতা সদস্য তিনি। অর্জন করেছেন বেশকিছু পুরস্কার।
×