ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৮, ১০ এপ্রিল ২০১৬

টুকরো খবর

জাটকাসহ আটক এক নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৯ এপ্রিল ॥ পটুয়াখালী সেতুর টোলপ্লাজার সামনে থেকে একটি পিকআপ বোঝাই করা জাটকাসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পটুয়াখালী থানার সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাছগুলো জব্দ করে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত এবং আটককৃত পিকআপ ড্রাইভার শাহীন হাওলাদারকে (২৭) পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। মোটরসাইকেল চুরি নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৯ এপ্রিল ॥ অব্যাহত চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নিতে না পারায় ভোলা শহরের কালীবাড়ি এলাকার ৪ বাড়িতে এবার দুর্বৃত্তরা মোটরসাইকেল চুরির উদ্দেশে হানা দিয়েছে। শুক্রবার গভীর রাতে কালীবাড়ি রোডের ৩টি বাড়িতে ব্যর্থ হলেও একই এলাকার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক সরোয়ার আলম খানের পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে গত ২ রাতে ২টি মোটরসাইকেল ও ৫ দিনে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটে। গণহারের একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোন চোরকে গ্রেফতার করতে না পারায় শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। শিক্ষা উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সুমন, সুজন ও আল-আমিন-এর স্কুল ব্যাগ না থাকায়, তারা বাজার করার ব্যাগে বই খাতা নিয়ে স্কুল যাচ্ছে। এই চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়ায় হামজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন আউলিয়াপুর যুব উন্নয়ন পাঠাগার-এর কয়েকজন তরুণ। শনিবার দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের হামজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্মরণসভা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৯ এপ্রিল ॥ ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক মুহসীন আলী মাস্টার ও প্রখ্যাত চিত্রশিল্পী-কবি রণজিৎ নিয়োগীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের নিউমার্কেটের বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের আয়োজনে সভাকক্ষ অঙ্গনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার এতে সভাপতিত্ব করেন। জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শনিবার সকালে নগরীর তালতলী বাজার থেকে ২০ মণ জাটকা এবং নয়াভাঙ্গুলী নদী থেকে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ পাঁইজাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। জানা গেছে, উভয় অভিযানের সময় জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক জাটকা বিভিন্ন এতিমখানায় ও পাঁইজাল জনসম্মুখে ভস্মীভূত করা হয়েছে। হত্যা মামলা নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৯ এপ্রিল ॥ আওয়ামী লীগ সমর্থিত দু’গ্রামের সংঘর্ষে আকামত মীর নিহতের ঘটনায় ৭৩ জনের নাম উল্লেখসহ মোট ১৩৩ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে নিহতের ভাই আকবর মীর বাদী হয়ে ৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে মোট ১৩৩ জনের নামে এ মামলাটি দায়ের করেন। শুক্রবার আকামত মীর নিহত হয়। শহর রাখিব পরিষ্কার নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ এপ্রিল ॥ ‘নিজের শহর রাখিব পরিষ্কার’- এমনই এক মহৎ ব্রতকে সামনে রেখে সাভারে একটি বেসরকারী বিদ্যালয়ের উদ্যোগে পৌর মেয়রের হাতে তুলে দেয়া হলো ময়লা পরিষ্কারের জন্য ভ্যানগাড়ি। শনিবার সকালে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার ‘এ্যালাইড ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজ’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। নূরে আলম সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল গণি। ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শনিবার সকালে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের কামারখন্দ উপজেলার আলোকদিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে আলোকদিয়া এলাকায় অজ্ঞাত পরিচয় এক নারী ট্রেনে কাটা পড়ে আহত অবস্থায় পড়েছিল। ভোট পুনঃগণনার দাবি নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৯ এপ্রিল ॥ হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম হাজারী শামীম শনিবার একটি কেন্দ্রের ভোট কারচুপি অভিযোগ এনে পুনভোট গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম হাজারী শামীম জানান, গত ৩১ মার্চ বাল্লা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রে ঘোষিত ফলাফলে ৮৪৪ ভোট বেশি পেয়ে তিনি এগিয়ে থাকেন। বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী রেজা প্রিসাইডিং অফিসারের সহযোগিতায় মাচাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় তার এজেন্টদের বের করে দিয়ে কারচুপি ও কারসাজির মাধ্যমে তাকে (শামীম) ৩৩ ভোটের ব্যবধানে পরাজিত দেখান। ওই ফল বিবরণীতে বৈধ ভোট দেখানো হয়েছে ১৬২০ ভোট। কিন্তু প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট যোগ করলে তাতে ১৬০১ ভোট হয়। ৮৫টি বাতিল ভোট কাগজ-কলমে দেখানো হলেও প্রকৃতপক্ষে তার প্রাপ্ত ভোটগুলোকে বাতিলের বান্ডিলে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন। আ’লীগ নেতা আটক নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৯ এপ্রিল ॥ পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে গোপালপুর থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ। ইন্টারনেট নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৯ এপ্রিল ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, আগামীতে টিভি সংযোগ দিলে সঙ্গে ইন্টারনেটও পাওয়া যাবে। সে লক্ষ্যে কাজ করছে বিদ্যুত মন্ত্রণালয়। এজন্য বিদ্যুত সঞ্চালন লাইনের সঙ্গে ফাইবার অপটিক সংযুক্ত করে ইন্টারনেট সম্প্রসারণের কাজ এগিয়ে চলেছে। শনিবার বিকেলে কেরানীগঞ্জের কোনাখোলায় স্বেচ্ছাসেবী সংগঠন টিএমএসএসের ইনকিউবেটর এ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মা ও মেয়ের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ গোমস্তাপুর উপজেলার চৌডালা থেকে শনিবার দুপুরে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলো, আশা এনজিও’র কর্মী আপেল মাহমুদের স্ত্রী আয়েশা সিদ্দিকা (২৫) ও তার মেয়ে রাইশা মাহমুদ (৫)। এ ঘটনায় স্বামী আপেল মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আয়েশা সিদ্দিকার পিতার বাড়ি শিবগঞ্জ উপজেলার বাগানটুলি গ্রামে। তারা চৌডালা পুরাতন বাজার গ্রামে ভাড়া বাসায় বসবাস করত। গৃহবধূ নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, রাজস্থলীর বাঙ্গালহালিয়া এলাকা থেকে পুলিশ শনিবার সকালে রহিমা বেগম (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পারিবারিক কলহের কারণে রহিমাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। রহিমার ২টি সন্তান রয়েছে। গৃহবধূ ধর্ষিত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। পাঁচ দুর্বৃত্ত তাকে খোলা মাঠে গণধর্ষণ করে পালিয়ে যায়। বিনামূল্যে চক্ষু ক্যাম্প স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়াল বালিগাঁও ইউনিয়নের আমজাদ আলী কলেজ মাঠে ‘সম্বৃদ্ধি কর্মসূচি’ নামে একটি বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় সামাজিক উদ্যোগে প্রবীণদের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে শনিবার দিনব্যাপী প্রবীণদের এ সেবা দেয়া হয়। সৈয়দপুরে হামলা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পূর্ব শত্রুতার জের ধরে নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানা বানিয়াপাড়া মহল্লায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও এক দম্পতিকে বেদম মারপিট করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ওই ঘটনায় প্রতিপক্ষের হামলা থেকে ১১ মাসের কোলের শিশু রাকিবও রক্ষা পায়নি। আহতদের সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি থানায় মামলা দিয়েছে ওই দম্পতি। অভিযোগ মতে দম্পতি প্রতিপক্ষ দাদন খানের নেতৃত্বে অজ্ঞাত ৫/৭ জন সংঘবদ্ধ হয়ে মিন্টু খানের বাড়িতে অবৈধভাবে অনুপ্রবেশ করে মিন্টু খান ও তার স্ত্রী রীমার ওপর হামলা চালায়।
×