ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জালাল উদ্দিন বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ডিএমডি

প্রকাশিত: ০৪:১৮, ১০ এপ্রিল ২০১৬

জালাল উদ্দিন বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ডিএমডি

মোস্তফা জালাল উদ্দিন আহমেদ সম্প্রতি পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন। এর আগে তিনি জনতা ব্যাংক লিমিটেডে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। মোস্তফা জালাল উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর (১৯৭৯) ডিগ্রী অর্জন করেন। তিনি বাগেরহাট শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুর রশীদ তালুকদার এবং বেগম রওশন আরার সন্তান। চাকরির বিভিন্ন পর্যায়ে লক্ষ্যমাত্রা অর্জন, শ্রেণীকৃত ঋণ আদায় এবং স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তিনি বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংক থেকে সনদসহ প্রশংসাপত্র, আর্থিক পুরস্কার এবং সম্মাননা স্মারক অর্জন করেন। এছাড়া ২০০৯ এবং ২০১০ সালে জনতা ব্যাংকের শাখা পর্যায়ে সেরা ব্যাবস্থাপক মনোনীত হওয়ায় পরিচালনা পর্ষদ কর্তৃক ‘বেস্ট ব্যাংকার অব দ্যা ইয়ার’ হিসেবে ভূষিত হন। তিনি দেশ ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নেন। -বিজ্ঞপ্তি বর্ষবরণের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী বর্ষবরণের কেনাকাটায় ব্যস্ত সময় কাটছে নগরবাসীর। পরিবার পরিজনসহ নানা রঙের নতুন পোশাকে নিজেকে সাজাতে ভিড় বাড়ছে বিপণিবিতানগুলোতে। ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে বৈশাখের প্রথম দিনে এ দেশের সব মানুষের বড় পরিচয় যেন হয়ে উঠে আমরা বাঙালী। উৎসবের দিনটিকে রঙিন করে রাখতেই নগরীর মানুষরা এখন ভিড় করছেন পোশাকের দোকানে। লাল, সাদা, নীলসহ বাহারি রঙে নিজেকে সাজাতে খুঁজে ফিরছেন পছন্দের সেই পোশাকটি। নববর্ষের উৎসব ঘিরে দোকানিদের প্রস্তুতিতেও কমতি নেই। জমকালো পাঞ্জাবি, দৃষ্টিনন্দন শাড়ি আর জামায় এবারেও তারা ফুটিয়ে তুলেছেন বাঙালিয়ানাকেই। বাঙালী ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখের উৎসবে ক্রেতারাও পোশাক কেনার ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন দেশীয় পোশাককেই। আর তাই এ উৎসবকে কেন্দ্র করে দেশীয় ফ্যাশন হাউসগুলোর ব্যস্ততাও একটু বেশি। -অর্থনৈতিক রিপোর্টার হোন্ডার এক লাখ ৬০ হাজার গাড়ি প্রত্যাহার জাপান থেকে গত সোমবার ১ লাখ ৬০ হাজার গাড়ি প্রত্যাহার করেছে দেশটির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পাওয়ার স্টিয়ারিং ও বিশেষ এক অংশে ত্রুটি থাকায় ফিট ও ভেজেল নামের ওই গাড়িগুলো প্রত্যাহার করা হয়। তবে বাইরের দেশে হোন্ডার কোন গাড়ি বিক্রিতে এর প্রভাব পড়বে না। হোন্ডা মোটর কোম্পানি জানিয়েছে, এসব সমস্যায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্যাপাসিটোরসের জন্য বিদ্যুত নিয়ন্ত্রণ করে এমন একটি অংশে ত্রুটি থাকায় ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর স্টিয়ারিংয়ে ত্রুটি থাকায় দুটি ছোট ধরনের দুর্ঘটনা ঘটেছে। প্রত্যাহার করা গাড়িগুলো ২০১৩ সালের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি করা হয়। উভয় সমস্যার জন্য ফিট প্রত্যাহার করা হলেও ভেজেলে স্টিয়ারিং সমস্যা নেই। -অর্থনৈতিক রিপোর্টার
×