ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় হাজার হেক্টর জমির ইরি পানির নিচে

প্রকাশিত: ০৩:৫৭, ৯ এপ্রিল ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় হাজার হেক্টর জমির ইরি পানির নিচে

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ গত সপ্তাহের প্রবল বৃষ্টি ও ত্রিপুরা রাজ্যের পাহাড়ী ঢলে ব্রাহ্মণবাড়িয়ার হাওড়া ও বিজনা নদীর পানি বেড়েছে। আখাউড়া, কসবা ও সদর উপজেলার একাংশের কয়েকটি বিলের এক হাজার হেক্টর ইরি ও বোরো ধানের জমি পানিতে তলিয়ে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন অন্তত দুই হাজার কৃষক। জেলা কৃষি বিভাগ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলে মোট ৩২ হাজার হেক্টর এক ফসলি নিচু জমি রয়েছে। এর মধ্যে চলতি মৌসুমে প্লাবিত হয়েছে এক হাজার হেক্টরেরও বেশি কৃষি জমি। গত দু’দিনের ভারি বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঢলে সীমান্তবর্তী আখাউড়া উপজেলার হাওড়া এবং কসবা উপজেলার বিজনা নদীর পানি বেড়ে যায়। এতে আখাউড়া উপজেলার ভাটামাথা, ধরখার, টান মান্দাইল, রানীখার, ঘোলখার, বনগজ, কসবা উপজেলার বিনাউটি, চন্দ্রপুর, নোয়াপাড়া, ভরাজাঙ্গাল এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তরাংশের উজানিসার ও মহিউদ্দিননগর বিলের বিপুল পরিমাণ ইরি এবং বোরো জমির আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।
×